ভর্তির তালিকা ছেঁড়ার নালিশ

স্নাতক পাস ও ‌সাম্মানিক স্তরে ভর্তির জন্য কলেজের নোটিস বোর্ডে টাঙানো হয়েছিল ওয়েটিং লিস্ট। কিন্তু তালিকা টাঙানোর মিনিট দশেকের মধ্যেই তা কেউ ছিঁড়ে দেয় বলে অভিযোগ উঠল বর্ধমানের রাজ কলেজে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০১৫ ০০:৫০
Share:

স্নাতক পাস ও ‌সাম্মানিক স্তরে ভর্তির জন্য কলেজের নোটিস বোর্ডে টাঙানো হয়েছিল ওয়েটিং লিস্ট। কিন্তু তালিকা টাঙানোর মিনিট দশেকের মধ্যেই তা কেউ ছিঁড়ে দেয় বলে অভিযোগ উঠল বর্ধমানের রাজ কলেজে। ক্ষোভ দেখায় ভর্তি হতে আসা পড়ুয়াদের একাংশ। সোমবার বিকেলে তালিকা ছেঁড়ার ঘটনার পরেই কয়েকজন পড়ুয়া কলেজের অধ্যক্ষের ঘরের সামনে জটলা করেন। পরে রাজ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তারকেশ্বর মণ্ডল জানান, টাঙানো তালিকার ভিত্তিতেই আগামী বুধবার কাউন্সেলিং-এর মাধ্যমে ভর্তি প্রক্রিয়া শুরু করা হবে।

Advertisement

তালিকা ছেঁড়ার বিষয়ে কলেজের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ সাঁই বলেন, ‘‘এ ধরনের ঘটনা কে বা কারা ঘটিয়েছে তার সন্ধান চালানো হবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement