মঙ্গলকোটে চুরিতে ধৃত সংস্থারই কর্মী

একটি মুরগি পালন সংস্থার দফতর থেকে কয়েক লক্ষ টাকা চুরির অভিযোগ উঠল মঙ্গলকোটের নতুনহাটে। ওই সংস্থার এক কর্মীকে গ্রেফতারও করেছে পুলিশ। সোমবার রাতে ওই সংস্থার কর্তা, কলকাতার রিজেন্ট পার্ক এলাকার বাসিন্দা পীযূষ মুখোপাধ্যায় মঙ্গলকোট থানায় লিখিত অভিযোগে জানান, রবিবার গভীর রাতে সংস্থারই এক কর্মী তাপস ঘোষ তাঁকে চুরির কথা জানান।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কাটোয়া শেষ আপডেট: ৩০ জুলাই ২০১৪ ০১:১৪
Share:

একটি মুরগি পালন সংস্থার দফতর থেকে কয়েক লক্ষ টাকা চুরির অভিযোগ উঠল মঙ্গলকোটের নতুনহাটে। ওই সংস্থার এক কর্মীকে গ্রেফতারও করেছে পুলিশ।

Advertisement

সোমবার রাতে ওই সংস্থার কর্তা, কলকাতার রিজেন্ট পার্ক এলাকার বাসিন্দা পীযূষ মুখোপাধ্যায় মঙ্গলকোট থানায় লিখিত অভিযোগে জানান, রবিবার গভীর রাতে সংস্থারই এক কর্মী তাপস ঘোষ তাঁকে চুরির কথা জানান। সোমবার ভোরে নতুনহাট স্কুল মোড়ের কাছে সংস্থার দফতরে আসেন তিনি। জানতে পারেন, দফতরের আলমারি ভেঙে বেশ কয়েক লক্ষ টাকা লুঠ করেছে দুষ্কৃতীরা। এ ব্যাপারে সংস্থার রাঁধুনি স্বপন বৈরাগ্য যুক্ত আছে বলেও পুলিশকে জানিয়েছেন তিনি। মঙ্গলকোট থানার অদূরেই এ রকম ঘটনা ঘটায় চিন্তায় পড়ে গিয়েছে বর্ধমান জেলা পুলিশ। তদন্তের জন্য কাটোয়া থেকে ছুটে যান বর্ধমানের অতিরিক্ত পুলিশ আধিকারিক (গ্রামীণ) প্রশান্ত চৌধুরী, এসডিপিও (কাটোয়া) ধ্রুব দাস। তদন্তে নেমে পুলিশ স্বপন বৈরাগ্যকে গ্রেফতার করে। পুলিশ সূত্রের খবর, স্বপন বৈরাগ্য এর আগেও বেশ কয়েক চুরির অভিযোগে জেল খেটেছে। মঙ্গলবার ধৃতকে কাটোয়া এসিজেএম আদালতে তোলা হলে বিচারক তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। একই সঙ্গে তদন্তকারী অফিসার সুদীপ্ত মুখোপাধ্যায়কেও ওই দিন তাঁর এজলাসে হাজির থাকার নির্দেশ দেন এসিজেএম বিচারক। অভিযুক্তের এক আইনজীবী বলেন, “গ্রেফতারি মেমোতে তারিখের গোলমাল থাকায় বিচারক তদন্তকারী অফিসারকে কেস ডায়েরি (সিডি) নিয়ে আদালতে হাজির থাকার নির্দেশ দিয়েছেন।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন