সাত বছরের এক বালিকাকে বাড়ি থেকে কোনওভাবে ভুলিয়ে নিয়ে গিয়ে সারারাত আটকে রেখে ধর্ষণের অভিযোগ উঠল পড়শি যুবকের বিরুদ্ধে। সোমবার বর্ধমান শহরের বুড়িবাগান এলাকার ঘটনা। অভিযুক্ত মলয় আনসারিকে গ্রেফতার করেছে পুলিশ।
শহরের বুড়িবাগানের বাসিন্দা ওই বালিকার মায়ের অভিযোগ, মলয় তাদের পাড়াতেই থাকে। রবিবার কোনওভাবে মেয়েটিকে ভুলিয়ে রানিসায়রের একটি বাড়িতে নিয়ে যায় সে। সেখানেই সারা রাত আটকে রেখে যৌন অত্যাচার করে। পরে সকালে বাড়ির সামনে রেখে দিয়ে যায় ওই মেয়েটিকে।
এ দিকে, সারা রাত মেয়ের খোঁজ না পেয়ে থানায় নিখোঁজ ডায়েরিও করেন ওই বালিকার বাবা-মা। সকালে বাড়ির সামনে মেয়েকে যন্ত্রণায় ছটফট করতে দেখে মা বুঝতে পারেন মেয়ের উপর অত্যাচার হয়েছে। এরপরেই বর্ধমান থানায় অভিযোগ দায়ের করেন তিনি।
ঘটনার কথা জানাজানি হতে স্থানীয় বাসিন্দারা ওই যুবককে আটকে মারধর করে। পরে পুলিশ তাকে উদ্ধার করে গ্রেফতার করে। জেলা পুলিশ সুপার সৈয়দ মহম্মদ হোসেন মির্জা জানিয়েছেন, ওই বালিকাকে হাসপাতালে চিকিৎসা করানো হয়েছে। আপাতত সে অনেকটাই সুস্থ।