লহর ঘুরে দেখছেন মন্ত্রী। —নিজস্ব চিত্র।
বর্ধমান বিশ্ববিদ্যালয়ের গোলাপবাগ ক্যাম্পাসের লহর সংস্কারের আনুষ্ঠানিক সূচনা হলো বুধবার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের জলসম্পদ উন্নয়ন মন্ত্রী সৌমেন মহাপাত্র ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্মৃতিকুমার সরকার। অনুষ্ঠানে মন্ত্রী বলেন, “এই লহর সংস্কারের পরে এখানে মাছ চাষ করা হবে। ইতিমধ্যে একবছর সময় নষ্ট হয়েছে । তাই আর সময় নষ্ট না করে কাজটা শুরু করানো হয়েছে। বর্ষার আগে তো লহর সংস্কার শেষও করতে হবে।” তিনি জানান, রাজ্য এখন চাহিদার তুলনায় মিঠে জলের মাছ চাষের পরিমাণ অনেক কম। তাই এই ধরনের কর্মসূচি নেওয়া হয়েছে।
বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, “আমাদের হাতে ১০০ একরের কাছাকাছি জলাশয় রয়েছে। সবগুলোতেই মাছের চাষ ও সৌন্দর্যায়ন করা হবে।” এ দিকে, মঙ্গলবার এক সাংবাদিক বৈঠকে উপাচার্য জানান, রাজ্যের মধ্যে এই প্রথম বর্ধমান বিশ্ববিদ্যালয়ে দুরশিক্ষার মাধ্যমে বিএড পাঠ্যক্রম শুরু হচ্ছে। পিছিয়ে পড়া ও আর্থিক দিক থেকে অনুন্নত ছাত্রছাত্রীদের জন্য দু’ বছরের এই পাঠ্যক্রমের কোর্স ফি ধার্য করা হয়েছে ২৫ হাজার টাকা। আপাতত আসন সংখ্যা থাকছে ৫০০টি। জুলাইয়ে এই পাঠ্যক্রমে ভর্তির জন্য কলকাতা, উত্তরবঙ্গ, বীরভূম, বাঁকুড়া-সহ বিভিন্ন জেলায় অনলাইনে ভর্তির জন্য সেন্টার খোলা হচ্ছে।
দূরশিক্ষা দফতরের অধিকর্তা দেবকুমার পাঁজা বলেন, “কয়েক দিন আগেই ওই পাঠ্যক্রমের জন্য ডিসট্যান্স এডুকেশন ব্যুরো (ডেভ) এবং এনসিটিইর অনুমোদন মিলেছে। এপ্রিলের প্রথম সপ্তাহের মধ্যে আমরা ভর্তির বিজ্ঞপ্তি জারি করব।”