শিল্পায়নের জন্য দৃষ্টিভঙ্গির বদল দরকার, বলছেন সুগত

শিল্পায়নের জন্য সার্বিক দৃষ্টিভঙ্গির বদল আনতে হবে, দুর্গাপুরে আলোচনাসভায় যোগ দিতে এসে বলে গেলেন সাংসদ সুগত বসু। বুধবার ‘দুর্গাপুর সেন্টার ফর আরবান ডেভেলপমেন্ট’ আয়োজিত ‘আনন্দগোপাল মুখোপাধ্যায় স্মারক বর্ক্তৃতা’য় এসেছিলেন সুগতবাবু। রাজ্যের আর্থ-সামাজিক পরিস্থিতি বিষয় নিয়ে বক্তব্য রাখেন তিনি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০১৫ ০০:৪২
Share:

দুর্গাপুরে সুগত বসু।—নিজস্ব চিত্র।

শিল্পায়নের জন্য সার্বিক দৃষ্টিভঙ্গির বদল আনতে হবে, দুর্গাপুরে আলোচনাসভায় যোগ দিতে এসে বলে গেলেন সাংসদ সুগত বসু।

Advertisement

বুধবার ‘দুর্গাপুর সেন্টার ফর আরবান ডেভেলপমেন্ট’ আয়োজিত ‘আনন্দগোপাল মুখোপাধ্যায় স্মারক বর্ক্তৃতা’য় এসেছিলেন সুগতবাবু। রাজ্যের আর্থ-সামাজিক পরিস্থিতি বিষয় নিয়ে বক্তব্য রাখেন তিনি। সেখানেই তিনি বলেন, “দ্রুত নগরায়ন হচ্ছে। গ্রাম ও শহরের বিভেদ ক্রমশ মুছে যাচ্ছে। গ্রামে ভূমি সংস্কার বা কৃষিকাজের মাধ্যমে নতুন প্রজন্মের জন্য যথেষ্ট কর্মসংস্থানের সুযোগ গড়া যাবে না। সে জন্য শিল্পের জন্য পুঁজি ও বিনিয়োগ চাই।” তাঁর কথায়, “শিল্পায়নের জন্য দৃষ্টিভঙ্গি বদলাতে হবে।” তাঁর মতে, “মনে রাখতে হবে, শিল্প মানে শুধু রিয়েল এস্টেট নয়। কৃষি প্রক্রিয়াকরণ-সহ নানা দিকে নজর দিতে হবে। শিল্প ও গ্রামীণ অর্থনীতির মধ্যে সমন্বয় আনতে হবে।”

ইউরোপ বা আমেরিকার দিকে নজর না দিয়ে রাজ্যকে পূর্ব ও দক্ষিণ পূর্ব এশিয়ার দিকে নজর দিতে হবে বলেও দাবি করেন সুগতবাবু। তিনি বলেন, “বর্তমান শতাব্দী কিন্তু এশিয়ার। শিল্পায়ন ও উন্নয়নের জন্য এশিয়ার সঙ্গে আমাদের যোগাযোগ বাড়াতে হবে। আমি মুখ্যমন্ত্রীকে বলেছি, লন্ডন ঊনবিংশ শতাব্দীর শহর। আপনি সিঙ্গাপুর, সাংহাইয়ের মতো আধুনিক শহরের দিকে নজর দিন।”

Advertisement

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময়ে শিক্ষাঙ্গনে রাজনীতির অনুপ্রবেশ নিয়েও এ দিন সরব হন সুগত। তিনি বলেন, “মুখ্যমন্ত্রী হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, শিক্ষাঙ্গনকে রাজনীতিমুক্ত করতে হবে। পুরোটা হয়েছে বলা যাবে না। অনেকটা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement