শিশুদের সুরক্ষা ও নিরাপত্তা নিয়ে আলোচনাসভা হয়ে গেল বর্ধমানে। শুক্রবার জেলা পরিষদের অঙ্গীকার হলে ওই সভায় জেলা শিশু সুরক্ষা দফতর, শিশুকল্যাণ বিভাগ, বিভিন্ন থানার পুলিশ আধিকারিক ও জেলা সমাজকল্যাণ দফতররে আধিকারিকেরা যোগ দেন। জেলা শিশু কল্যাণ সমিতির চেয়ারম্যান দেবাশিস নাগ জানান, শিশুদের নানা সমস্যা, অনাথ শিশু, পথশিশুদের সরকারি হোমে প্রতিপালন, শিশুদের অপরাধ ও জুভেনাইল আইন নিয়েও আলোচনা হয়। এ ছাড়া রাস্তাঘাটে শিশুকন্যা ও কিশোরীদের নিরাপত্তা নিয়ে কিভাবে কার্যকরী ব্যাবস্থা নেওয়া যায় তা নিয়েও আলোচনা হয়। জেলা শিশু নিরাপত্তা আধিকারিক সুদেষ্ণা মুখোপাধ্যায় শিশুদের যত্ন ও সুরক্ষার উপর জোর দেন।