সাইকেলকে সঙ্গী করেই জোর লড়াই

দলের অন্য কর্মী, সমর্থক হোক কিংবা প্রার্থী, কেউই নেই তাঁর সঙ্গে। সঙ্গী বলতে সাইকেল। আর দলের প্রতীক, পতাকায় সাজানো-গোছানো সেই সাইকেল নিয়েই প্রচারের ময়দানে নেমে পড়েছেন কালনা শহরের সুবর্ণনগর এলাকার তৃণমূল কর্মী প্রদীপকুমার মণ্ডল। তাঁর দাবি, প্রচারে নেমে ইতিমধ্যেই কয়েকশো কিলোমিটার রাস্তা পাড়ি দিয়েছে তাঁর সাইকেল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কালনা শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০১৪ ০১:০০
Share:

প্রদীপকুমার মণ্ডল। —নিজস্ব চিত্র।

দলের অন্য কর্মী, সমর্থক হোক কিংবা প্রার্থী, কেউই নেই তাঁর সঙ্গে। সঙ্গী বলতে সাইকেল। আর দলের প্রতীক, পতাকায় সাজানো-গোছানো সেই সাইকেল নিয়েই প্রচারের ময়দানে নেমে পড়েছেন কালনা শহরের সুবর্ণনগর এলাকার তৃণমূল কর্মী প্রদীপকুমার মণ্ডল। তাঁর দাবি, প্রচারে নেমে ইতিমধ্যেই কয়েকশো কিলোমিটার রাস্তা পাড়ি দিয়েছে তাঁর সাইকেল।

Advertisement

বছর পঁয়তাল্লিশের প্রদীপবাবু বহু বছর ধরেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভক্ত। তিনি মুখ্যমন্ত্রী হওয়ার পরে পেশায় রং মিস্ত্রি প্রদীপবাবু কয়েকজন সঙ্গীকে নিয়ে সাইকেলে পৌঁছে গিয়েছিলেন কলকাতায়। নিজের হাতে তৈরি কাঁচের ফুলদানিও দিয়েছিলেন মুখ্যমন্ত্রীকে।

এ বার লোকসভা ভোটের আগেও জোরকদমে প্রস্তুতি শুরু করে দিয়েছেন তিনি। বেত দিয়ে তৈরি করেছেন তৃণমূলের প্রতীক। সাইকেলের সামনে-পিছনে ঝুলিয়েছেন অজস্র দলীয় পতাকা। নিজেও গলায় দলের উত্তরীয় জড়িয়ে নেমে পড়েছেন প্রচারে। সকাল হলেই তাঁর আপাতত রুটিন দলের জয় চেয়ে মন্দিরে পুজো দেওয়া, পরে সাইকেলে করে শহরের এক ওয়ার্ড থেকে অন্য ওয়ার্ডে ঘোরা। প্রদীপবাবু জানান, জেলার গলসি, বুদবুদ-সহ নানা জায়গায় তো যাবেনই, সঙ্গে আশপাশের জেলাতেও পাড়ি দেবে তার সাইকেল। তিনি বলেন, “কোনও বিশেষ প্রার্থী নয়, সার্বিক ভাবে দলের জয় চেয়ে পথে নেমেছি। প্রচার চলাকালীন বাড়িও ফিরব না। দলীয় কর্মী সমর্থকেরা রাতে যেখানে কাটাতে দেবে সেখানেই রাত কাটাব।” কিন্তু বাড়ি না ফিরে টানা ধকল সহ্য করেন কীভাবে? প্রদীপবাবুর কথায়, “প্রচারের আগে অনেকেই গ্লুকোজ, বিস্কুট দিয়ে সাহায্য করেছে। এ সব খেয়েই মাস খানেক কাটিয়ে দেব।” তবে দলের একটা বিষয় নিয়ে আক্ষেপও রয়েছে তাঁর। তিনি বলেন, “দলের পুরনো কর্মীরা আগের মতো আর সম্মান পান না। দিদি যেন বিষটি দেখেন।” আর দলের অন্য কর্মীরা বলেন, “স্বার্থ ছাড়াই দলের ভাল চায় প্রদীপ।”

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন