গাঁধী জন্মদিনে স্বচ্ছ ভারত অভিযান হয়ে গেল দাঁইহাটে। শুক্রবার সকাল থেকেই দাঁইহাটের বৌদ্ধ সঙ্ঘের উদ্যোগে নানা অনুষ্ঠান শুরু হয়। প্রথমে কালীদাস শিশু উদ্যান থেকে শোভাযাত্রা শুরু হয়। রাস্তার মোড়ে মোড়ে হয় পথনাটিকাও। ওই সংগঠনের এক নেতা গোপীচন্দ্র পাল জানান, মহাত্মা গাঁধীর আদর্শকে সম্মান জানাতেই এই আয়োজন। কাটোয়াতেও একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে কাশীরামদাস বিদ্যায়তনে বৃক্ষরোপণ ও সাফাই কর্মসূচি হয় এ দিন।