বাঙলা ভাষা শহিদ দিবস ও সাহিত্যিক সুচিত্রা ভট্টাচার্য স্মরণে একটি সাহিত্যসভার আয়োজন করে আসানসোল সাহিত্যপ্রেমী লেখক কবি সমাবেশ। কবিতা পাঠ করেন পঞ্চাশ জন। ছিলেন প্রাক্তন অধ্যক্ষ পিকে দে সরকার, রানিগঞ্জ টিডিবি কলেজের অধ্যাপক শীতল গঙ্গোপাধ্যায়, কবি রঞ্জিত সরকার প্রমুখ।