ফেসবুক পোস্টে তোলপাড়, দুই উকিল সাসপেন্ড

আদালতের আইনজীবীদের একাংশের অভিযোগ, ওই পোস্টে ‘পাকিস্তান জিন্দাবাদ’ বলা হয়েছে।

Advertisement

সুপ্রকাশ মণ্ডল

কলকাতা শেষ আপডেট: ০৪ মার্চ ২০১৯ ০৪:৩৩
Share:

—ফাইল চিত্র।

ফেসবুকে শেয়ার করা একটি পাকিস্তানি সাইটের খবরের লিঙ্ক। বিষয়, উইং কমান্ডার অভিনন্দন বর্তমান। পাকিস্তান প্রেম এবং দেশবৈরিতা ছড়ানোর অভিযোগ তুলে লিঙ্কটি শেয়ারকারী এক আইনজীবী এবং তাঁর জুনিয়রকে ছ’মাসের জন্য সাসপেন্ড করল ব্যারাকপুর আদালতের বার অ্যাসোসিয়েশন।

Advertisement

আদালতের আইনজীবীদের একাংশের অভিযোগ, ওই পোস্টে ‘পাকিস্তান জিন্দাবাদ’ বলা হয়েছে। আরও অভিযোগ, সেখানে অভিনন্দন বর্তমানকে নিয়ে অপমানজনক মন্তব্য রয়েছে। অভিনন্দন ধরা পড়ার দিনেই পাক সাইট থেকে খবরের লিঙ্কটি শেয়ার করেন দুই উকিল। গোলমাল শুরু হয় পর দিন থেকে। ওই উর্দু লিঙ্ক এবং তার গুগ্‌ল বঙ্গানুবাদ করা মোবাইল ‘স্ক্রিনশট’-এর পোস্টার পড়ে যায় আদালতের দেয়ালে দেয়ালে। বার অ্যাসোসিয়েশনের অফিসে শনিবারই ডাকা হয় দু’জনকে। তাঁরা ভুল স্বীকার করলেও তা মানা হয়নি। অভিযোগ, তাঁদের হেনস্থা করার পর পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হবে শাসানো হয়।

বার অ্যাসোসিয়েশনের সভাপতি রবীন ভট্টাচার্য রবিবার বলেন, ‘‘ওঁরা ভুল স্বীকার করে বলেছেন, উর্দুতে কী লেখা ছিল না বুঝেই শেয়ার করেছেন। কিন্তু সেটা অন্যায়। সেই জন্যই তাদের ছ’মাসের জন্য সাসপেন্ড করা হয়েছে।’’

Advertisement

অভিযুক্তেরা না হয় উর্দু না জেনে লিঙ্কটি শেয়ার করেছেন! প্রশ্ন উঠছে, গুগল অনুবাদে তার বাংলা করে ‘দেশদ্রোহের’ টাটকা তথ্যপ্রমাণের স্ক্রিনশট নিয়ে পোস্টার ছাপালেন কারা? এর পিছনে সংগঠিত পরিকল্পনা রয়েছে বলেই মনে করছেন আইনজীবীদের একাংশ। অভিযোগ, একটি রাজনৈতিক দলের মতাদর্শে প্রভাবিত কেউ এই কাণ্ড করেছেন। আইনজীবীদেরই একটি অংশ বলছে, কিছু দিন আগে সোশ্যাল মিডিয়ায় যুদ্ধের জিগির উঠেছিল। পুলিশ কড়া হওয়ায় তা বন্ধ হয়েছে। সুকৌশলে ভোটের বাজারে ফের উগ্র জাতীয়তাবাদে ইন্ধন দিতেই একটা মহল সচেষ্ট।

প্রযুক্তিবিদেরা বলছেন, কেউ অন্য ভাষায় কিছু পোস্ট করলে ফেসবুকে নিজের দেওয়ালে ‘গুগল ট্রান্সলেটর’-এর সাহায্যে তা তর্জমা করার সুযোগ থাকে। এ ক্ষেত্রেও তেমন কারসাজির পরে তার স্ক্রিনশট নেওয়া হয়ে থাকতে পারে।

অভিযুক্তর আইনজীবীর কথায়, ‘‘যে দিন অভিনন্দন পাক সেনার হাতে আটক হন, সে দিনই আমার মোবাইলে একটি খবরের লিঙ্ক আসে। আমি তখন এজলাসে ছিলাম। আমার মোবাইল ছিল আমার জুনিয়রের হাতে।’’ সেই জুনিয়র আইনজীবী বলেন, ‘‘আমি স্যারের ‘ফ্রেন্ড লিস্টে’ আছি। নিজে দেখব বলে খবরটা শেয়ার করি। তাতে অভিনন্দনের ছবি ছিল বলে। সেটা উর্দুতে লেখা ছিল। না বুঝে শেয়ার করাটা আমারই ভুল।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন