জামিন পেয়ে গেলেন বরুণের দিদি প্রমীলা

আদালতে হাজিরা দিয়ে জামিন পেলেন প্রমীলা রায়। সোমবার বিধাননগর এসিজেএম আদালতে তাঁর হয়ে সওয়াল করেন আইনজীবী ভারতী মুৎসুদ্দি, সব্যসাচী চট্টোপাধ্যায়-সহ চার আইনজীবী। সব্যসাচীবাবু জানান, ব্যক্তিগত এক হাজার টাকার বন্ডে জামিন পেয়েছেন তাঁর মক্কেল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ জুলাই ২০১৫ ০৩:০৮
Share:

আদালতে হাজিরা দিয়ে জামিন পেলেন প্রমীলা রায়। সোমবার বিধাননগর এসিজেএম আদালতে তাঁর হয়ে সওয়াল করেন আইনজীবী ভারতী মুৎসুদ্দি, সব্যসাচী চট্টোপাধ্যায়-সহ চার আইনজীবী। সব্যসাচীবাবু জানান, ব্যক্তিগত এক হাজার টাকার বন্ডে জামিন পেয়েছেন তাঁর মক্কেল। মামলার পরবর্তী দিন ধার্য হয়েছে ২৪ অগস্ট। সে দিনও প্রমীলাদেবীকে হাজির থাকার নির্দেশ দিয়েছেন বিচারক। সুটিয়া গণধর্ষণ কাণ্ডের অন্যতম সাক্ষী বরুণ বিশ্বাসকে খুনের ঘটনায় খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের হাত আছে বলে এর আগে মন্তব্য করেছিলেন বরুণের দিদি প্রমীলা। যে কারণে তাঁর বিরুদ্ধে মানহানির মামলা করেন মন্ত্রী। সেই মামলাতেই আদালতে হাজিরা না দেওয়ায় গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল প্রমীলাদেবীর বিরুদ্ধে। তিনি এ দিন বলেন, ‘‘আশা করছি আদালতে আমার সব কথা খুলে বলতে

Advertisement

পারব।’’ অন্য দিকে, জ্যোতিপ্রিয়বাবু বলেন, ‘‘প্রমীলাদেবীর বক্তব্যের জেরে আমার সামাজিক,
পারিবারিক এবং রাজনৈতিক মহলে সম্মানহানি হয়েছে। আমি এর
শেষ দেখে ছাড়ব। বিষয়টি নিয়ে
সুপ্রিম কোর্টে যাওয়ার কথাও ভাবছি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন