Calcutta High Court

Calcutta High Court: ১০০ দিনের কাজে টাকা নয়ছয়, বিডিও-র বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিল হাই কোর্ট

অভিযোগ, মনরেগার কাজে মৃত ব্যক্তি ও জেলে থাকা অভিযুক্তদের নামে টাকা তুলে নেওয়া হয়েছে। বিডিওর কাছে অভিযোগ জানালেও ব্যবস্থা নেওয়া হয়নি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৭ জানুয়ারি ২০২২ ১৬:৪০
Share:

১০০ দিনের কাজের প্রচুর টাকা দুর্নীতি হয়েছে এই অভিযোগ।

১০০ দিনের কাজে দুর্নীতির অভিযোগ উঠল খোদ বিডিও-র বিরুদ্ধে। পূর্ব মেদিনীপুরের নন্দকুমারের বিডিও এবং পঞ্চায়েত প্রধানের লক্ষ লক্ষ টাকা দুর্নীতির অভিযোগ। দুর্নীতিতে জড়িত থাকা ওই ব্যক্তিদের বিরুদ্ধে অবিলম্বে তদন্তের নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। সোমবার প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চের নির্দেশ, অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত করতে হবে জেলাশাসককে। এবং তিন মাসের মধ্যে সেই তদন্ত রিপোর্ট আদালতে জমা দিতে হবে।

Advertisement

কেন্দ্রীয় সরকারের ১০০ দিনের কাজের প্রচুর টাকা দুর্নীতি হয়েছে এই অভিযোগ তুলে উচ্চ আদালতের মামলা করেন আইনজীবী আত্মরূপ বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, মনরেগার কাজে মৃত ব্যক্তি ও জেলে থাকা অভিযুক্তদের নামেও প্রচুর টাকা জাল করে তুলে নেওয়া হয়েছে। বিডিও-র কাছে বারং বার অভিযোগ করার পরও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। পরে জানা যায় তিনিও এই ঘটনায় জড়িত। দীর্ঘ দিন ধরেই পরিকল্পনামাফিক এই বেআইনি কার্যকলাপ চলছে। প্রশাসনের বিভিন্ন স্তরে অভিযোগ জানিয়ে কোনও লাভ না হওয়ায়, অবশেষে আদালতের দ্বারস্থ হন আত্মরূপ। সোমবার ওই মামলার শুনানিতে উচ্চ আদালত তদন্তের নির্দেশ দিল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন