BJP’s Organisational Appointment

আরও ছয় সাংগঠনিক জেলায় সভাপতি নির্বাচন সারল বিজেপি, তিন জেলায় বহাল রইলেন বিদায়ীরা

রবিবার রাতে যে ছ’টি জেলার সভাপতির নাম ঘোষিত হয়েছে, তার মধ্যে তিনটিতে বিদায়ী সভাপতিরাই পুনর্নির্বাচিত হয়েছেন।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২০ এপ্রিল ২০২৫ ২১:৪০
Share:

ছয় সাংগঠনিক জেলায় সভাপতি নির্বাচন বিজেপির। — প্রতিনিধিত্বমূলক চিত্র।

আরও ছ’টি সাংগঠনিক জেলার সভাপতির নাম ঘোষণা করল বিজেপি। এই নিয়ে মোট ৩৯টি সাংগঠনিক জেলায় সভাপতি নির্বাচনের কাজ শেষ করে ফেলল রাজ্যের প্রধান বিরোধী দল।

Advertisement

রবিবার রাতে যে ছ’টি জেলার সভাপতির নাম ঘোষিত হয়েছে, তার মধ্যে তিনটিতে বিদায়ী সভাপতিরাই পুনর্নির্বাচিত হয়েছেন। যাদবপুর সাংগঠনিক জেলায় মনোরঞ্জন জোদ্দার, মথুরাপুরে নবেন্দুসুন্দর নস্কর এবং ঝাড়গ্রামে তুফান মাহাতোকেই সভাপতি পদে বহাল রাখা হয়েছে। নতুন সভাপতি পেয়েছে উত্তর দিনাজপুর, নদিয়া দক্ষিণ এবং কাটোয়া সাংগঠনিক জেলা। উত্তর দিনাজপুর জেলায় সভাপতি নির্বাচিত হয়েছেন নিমাই কবিরাজ। নদিয়া দক্ষিণের সভানেত্রী হয়েছেন অপর্ণা নন্দী। কাটোয়ায় সভানেত্রী নির্বাচিত হয়েছেন স্মৃতিকণা বসু।

পশ্চিমবঙ্গে বিজেপির মোট ৪৩টি সাংগঠনিক জেলা রয়েছে। তার মধ্যে ৩৯টিতেই সভাপতি নির্বাচন হয়ে গেল। বাকি রইল চারটি। রাজ্য সভাপতি নির্বাচনের আগেই সেই চারটি জেলাতেও সভাপতি নির্বাচন সেরে ফেলা হতে পারে বলে বিজেপি সূত্রের খবর।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement