Congress

Congress: রাজ্যে ‘সঙ্কল্প শিবির’ বিধান ভবনেই

আগামী দিনে রাজ্যে কংগ্রেসের জন্য রাজনৈতিক ও সাংগঠনিক রূপরেখা নিয়ে চর্চা হওয়ার কথা ওই শিবিরে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩১ মে ২০২২ ০৮:৩৭
Share:

ফাইল চিত্র।

বিধান ভবনের বাইরে আর বেরোতে পারছে না বাংলার কংগ্রেস! এআইসিসি-র পরে এ বার রাজ্য স্তরেও ‘নব সঙ্কল্প শিবির’ আয়োজন করা হচ্ছে। কিন্তু সেই শিবির বসছে প্রদেশ কংগ্রেসের সদর দফতর বিধান ভবনেই! এআইসিসি যদি দলের দফতরের গণ্ডি ছাড়িয়ে দলের নেতা-পদাধিকারীরের একত্রে থাকা, মেলামেশার জন্য উদয়পুরে সঙ্কল্প শিবির করতে পারে, বাংলার কংগ্রেস কেন কোনও জেলায় এমন শিবির করছে না, প্রশ্ন উঠেছে দলের অন্দরেই।

Advertisement

প্রদেশ কংগ্রেসের সঙ্কল্প শিবির হবে আগামী ৩ ও ৪ জুন। কংগ্রেস সূত্রের বক্তব্য, বিধান ভবনে ওই শিবিরে ডাকা হচ্ছে প্রদেশ স্তরের সব পদাধিকারী ও বর্ষীয়ান নেতৃত্ব, কার্যনির্বাহী কমিটির সদস্য, বর্তমান ও প্রাক্তন সাংসদ, প্রাক্তন বিধায়ক এবং জেলা সভাপতিদের। এ ছাড়াও, রাজ্যের কংগ্রেস এবং এআইসিসি-র সদস্যদের মধ্যে থেকে প্রতিনিধি বেছে নেওয়া হবে। আগামী দিনে রাজ্যে কংগ্রেসের জন্য রাজনৈতিক ও সাংগঠনিক রূপরেখা নিয়ে চর্চা হওয়ার কথা ওই শিবিরে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement