West Bengal Health Department

চিকিৎসক অমিল, এ বার ব্যানার-হোর্ডিং দিয়ে ডাক্তারের খোঁজ!

স্বাস্থ্য দফতর সূত্রে খবর, দ্বিতীয় বারের বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার পরও আশানুরূপ আবেদনপত্র পাওয়া যায়নি ওই শূন্যপদের জন্য। তাই স্বাস্থ্য দফতরের এক শীর্ষ কর্তা খবরের কাগজ ছাড়াও, টিভি-রেডিও-ব্যানার-হোর্ডিংয়ের মাধ্যমে বিজ্ঞাপন দেওয়ার সিদ্ধান্ত নেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ জুলাই ২০১৮ ১৭:৪৭
Share:

প্রতীকী ছবি

বার বার খবরের কাগজে বিজ্ঞাপন দিয়েও চিকিৎসক মিলছে না। এ দিকে একের পর এক সুপার স্পেশ্যালিটি হাসপাতাল তৈরি করছে রাজ্য। হাল এমন, হাসপাতাল আছে কিন্তু চিকিৎসক নেই!

Advertisement

তাই এ বার নজিরবিহীন ভাবে টেলিভিশন-রেডিও, সঙ্গে রাস্তায় ব্যানার-হোর্ডিং দিয়ে চিকিৎসকদের সরকারি চাকরিতে আনার পরিকল্পনা করছে রাজ্য স্বাস্থ্য দফতর। সরকারি কোনও পদে কর্মী নিয়োগ করতে ব্যানার-হোর্ডিং দিতে হয়েছে, এমন নজির মনে করতে পারছেন না রাজ্যের তাবড় আমলারাও।

এ বছর ২৬ মার্চ কলকাতার তিনটি সংবাদপত্রে চিকিৎসক পদে নিয়োগের জন্য বিজ্ঞাপন দেয় ওয়েস্ট বেঙ্গল হেল্থ রিক্রুটমেন্ট বোর্ড। জেনারেল ডিউটি মেডিক্যাল অফিসার পদে ১ হাজার ৯৮ টি শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়। এর আগেও এক বার নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছিল স্বাস্থ্য দফতর।

Advertisement

স্বাস্থ্য দফতর সূত্রে খবর, দ্বিতীয় বারের বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার পরও আশানুরূপ আবেদনপত্র পাওয়া যায়নি ওই শূন্যপদের জন্য। তাই স্বাস্থ্য দফতরের এক শীর্ষ কর্তা খবরের কাগজ ছাড়াও, টিভি-রেডিও-ব্যানার-হোর্ডিংয়ের মাধ্যমে বিজ্ঞাপন দেওয়ার সিদ্ধান্ত নেন।

সূত্রের খবর, ইতিমধ্যেই রাজ্য তথ্য ও সংস্কৃতি দফতরে বিজ্ঞাপনের খসড়া পাঠানো হয়েছে। কয়েক দিনের মধ্যেই শহর ও রাজ্যের বিভিন্ন রাস্তার ধারে দেখা যাবে চিকিৎসক চেয়ে হোর্ডিং।

কিন্তু ব্যানার-হোর্ডিং দিয়েও আদৌ কতটা ফল পাওয়া যাবে, তা নিয়ে যথেষ্ট সংশয়ে রয়েছেন দফতরের এক অংশের কর্তারা। এক স্বাস্থ্যকর্তা বলেন, “এই পদে যে চিকিৎসকরা নিযুক্ত হবেন তাঁরা শুরুতে প্রায় ৫০ হাজার টাকা বেতন পাবেন। কিন্তু তাঁদের রাজ্যের যে কোনও প্রান্তে পোস্টিং হতে পারে। প্রত্যন্ত গ্রামীণ এলাকায় পোস্টিং হওয়ার সম্ভাবনা বেশি।” আর সে কারণেই স্বাস্থ্যকর্তাদের একাংশ মনে করছেন, অধিকাংশ চিকিৎসকের কাছেই এই চাকরি আদৌ খুব আকর্ষণীয় নয়। অন্য এক স্বাস্থ্যকর্তার কথায়, “এক জন সাধারণ চিকিৎসকও যে কোনও বেসরকারি হাসপাতালে বা নার্সিংহোমের সঙ্গে যুক্ত থাকলে এর থেকে বেশি টাকা রোজগার করতে পারবেন। তা হলে কেন তাঁরা প্রত্যন্ত এলাকায় চাকরি করতে যাবেন?”

তাই ওই শীর্ষ স্বাস্থ্যকর্তা বিজ্ঞাপন নিয়ে যতই আশাবাদী হোন না কেন, দফতরের বাকিরা এখনও আশার আলো দেখছেন না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement