ভোট জটিলতায় মাটি দলগুলির নববর্ষ

হাওড়ার উলুবেড়িয়ায় অবশ্য তৃণমূল, সিপিএম এবং বিজেপি প্রার্থীরা এ দিন বাড়ি বাড়ি গিয়ে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন সাধারণ মানুষকে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০১৮ ০৩:৪৪
Share:

মিষ্টিমুখ: বাদুড়িয়ায় বাড়ি-বাড়ি প্রচারে তৃণমূল প্রার্থী তন্ময় শৈল। রবিবার। ছবি: নির্মল বসু

পঞ্চায়েত ভোট নিয়ে শাসক-বিরোধী বিবাদ এখন আদালতে বিচারাধীন। কলকাতা হাইকোর্টের নির্দেশে ভোটপ্রক্রিয়া স্থগিত আজ, সোমবার পর্যন্ত। হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আজ মামলার শুনানি হওয়ার কথা। এই জট পাকানো ভোট পরিস্থিতির ফলে রবিবার বাংলা নববর্ষ উদ্‌যাপনে ভাল করে মন দিতে পারল না কোনও রাজনৈতিক দলই। জেলার বেশির ভাগ জায়গাতেই বাম, কংগ্রেস এবং বিজেপি নেতা-কর্মীরা এ দিন ব্যস্ত থাকলেন জমা দিতে না পারা মনোনয়নের হিসাব কষতে। শাসক তৃণমূল অবশ্য ইতিমধ্যেই বেশ কিছু পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদে জিতে গিয়েছে বিনা ই। কিন্তু হাইকোর্টের রায় তাদের বিপক্ষে গেলে কী হবে, তা নিয়ে চিন্তায় রয়েছেন তাদের বহু প্রার্থীই। তাই তৃণমূলের নববর্ষ পালনও এ দিন নিরঙ্কুশ হয়নি।

Advertisement

হাওড়ার উলুবেড়িয়ায় অবশ্য তৃণমূল, সিপিএম এবং বিজেপি প্রার্থীরা এ দিন বাড়ি বাড়ি গিয়ে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন সাধারণ মানুষকে। তবে নির্বাচনের কথা তোলেননি তাঁরা। বিজেপি প্রার্থীরা এ দিন বাড়ি বাড়ি গিয়ে ক্যালেন্ডার ও মিষ্টি বিলি করেন। এ ছাড়াও হোয়াটসঅ্যাপ এবং এসএমএস করে নববর্ষের শুভেচ্ছা জানানো হয়।

তৃণমূলের হাওড়া (গ্রামীণ) জেলা সভাপতি পুলক রায় বলেন, ‘‘নববর্ষের দিনে আমরা রাজনৈতিক প্রচার করিনি। মানুষের কাছে গিয়ে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছি মাত্র।’’ জেলা বামফ্রন্টের চেয়ারম্যান বিপ্লব মজুমদারও বলেন, ‘‘আমাদের প্রার্থীরা পয়লা বৈশাখের শুভেচ্ছা জানাতে মানুষের বাড়িতে গিয়েছেন। আজ কোনও রাজনৈতিক কর্মসূচি নিইনি।’’

Advertisement

তবে হাওড়ার কোথাও কোথাও এ দিন রাজনৈতিক কর্মসূচিও নিয়েছে বিজেপি। বাগনানের চাকুরে দলীয় প্রার্থীর সমর্থনে মিছিল করে তারা। দলের গ্রামীণ জেলা সভাপতি অনুপম মল্লিক বলেন, ‘‘আদালত দলের কাজ তো বন্ধ করতে বলেনি! তাই আমরা প্রচারও করলাম।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন