পঞ্চায়েত নিয়ে অধীরদের অনশন

পঞ্চায়েত ভোটের নামে ‘প্রহসন’ এবং গণতন্ত্রের উপরে আক্রমণের প্রতিবাদে সোমবার কলকাতায় অনশন কর্মসূচি পালন করবে প্রদেশ কংগ্রেস। গাঁধীমূর্তির পাদদেশে ওই কর্মসূচির পরিকল্পনা থাকলেও পুলিশি অনুমতির জটিলতায় রানি রাসমণি অ্যাভিনিউয়ে অনশন হবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০১৮ ০৪:৪৩
Share:

পঞ্চায়েত ভোটের নামে ‘প্রহসন’ এবং গণতন্ত্রের উপরে আক্রমণের প্রতিবাদে সোমবার কলকাতায় অনশন কর্মসূচি পালন করবে প্রদেশ কংগ্রেস। গাঁধীমূর্তির পাদদেশে ওই কর্মসূচির পরিকল্পনা থাকলেও পুলিশি অনুমতির জটিলতায় রানি রাসমণি অ্যাভিনিউয়ে অনশন হবে। বহরমপুরে শুক্রবারই প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর উপস্থিতিতে অনশন কর্মসূচি নিয়েছিল মুর্শিদাবাদ জেলা কংগ্রেস। হাইকোর্টে বৃহস্পতিবার বিচারপতি সুব্রত তালুকদারের এজলাসে পঞ্চায়েত ভোট নিয়ে বাম ও বিজেপির মামলায় মৌখিক ভাবে শরিক হওয়ার আবেদন জানিয়ে বক্তব্য পেশ করার সুযোগ পেয়েছিলেন অধীরবাবুও। তাঁর বক্তব্য, ‘‘ভোট স্থগিত করা আমাদের উদ্দেশ্য নয়। মনোনয়ন জমার সময় থেকেই গণতন্ত্রের উপরে কী আক্রমণ চালানো হচ্ছে, সেই বিষয়ে আমাদের বক্তব্য আদালতকে জানিয়েছি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement