ভোট গণনা ১৭ মে

আদালতে বিভিন্ন মামলার কারণে ভোটগণনার দিনক্ষণ ঘোষণা থেকে বিরত ছিল কমিশন। আগামী সোমবার ভোটের বিষয়টি স্পষ্ট হতেই গণনার দিন স্থির করে জেলাগুলিতে নির্দেশ পাঠায় কমিশন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ মে ২০১৮ ০৩:৫২
Share:

পঞ্চায়েত নির্বাচনের ফল গোনা হবে আগামী ১৭ মে। ২০টি জেলার ৩৩০টি ব্লকে ওই দিন সকাল ৮টা থেকে গণনা শুরু হওয়ার কথা। পঞ্চায়েত ভোটের ক্ষেত্রে এই প্রথম বার পুরো প্রক্রিয়া ভিডিয়োগ্রাফি করা হতে পারে। আজ, শুক্রবার এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে রাজ্য নির্বাচন কমিশন।

Advertisement

আদালতে বিভিন্ন মামলার কারণে ভোটগণনার দিনক্ষণ ঘোষণা থেকে বিরত ছিল কমিশন। আগামী সোমবার ভোটের বিষয়টি স্পষ্ট হতেই গণনার দিন স্থির করে জেলাগুলিতে নির্দেশ পাঠায় কমিশন। গণনাকেন্দ্রগুলির স্থান বাছাই সম্পর্কেও জানতে চেয়েছে তারা। প্রয়োজন হলে আগামী ১৬ মে পুনর্নির্বাচন হতে পারে। ১৫ মে প্রয়োজন ভিত্তিক ভোট-পরবর্তী স্ক্রুটিনি হওয়ার কথা। সেই স্ক্রুটিনি প্রক্রিয়াও ভিডিয়োগ্রাফি করার কথা।

আরও পড়ুন: ভোট ১৪-ই

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement