বিধায়ক আক্রান্ত, কাঠগড়ায় তৃণমূল

মহসিনের অভিযোগ, পুলিশকে সঙ্গে নিয়ে তৃণমূলের কর্মীরা তাঁদের বাড়িতে প্রায় আধ ঘণ্টা ধরে ভাঙচুর, লুঠপাট চালায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা 

বহরমপুর শেষ আপডেট: ০২ মে ২০১৮ ০২:২৭
Share:

প্রতীকী ছবি।

মনোনয়ন এবং প্রত্যাহার পর্ব মিটে গেলেও পঞ্চায়েত নির্বাচন ঘিরে বিরোধীদের উপরে শাসক দলের হামলার অভিযোগের বিরাম নেই। মঙ্গলবার সকালে, ভগবানগোলা থানার অদূরে, স্থানীয় বিধায়ক সিপিএমের মহসিন আলি এবং দলের জেলা পরিষদ প্রার্থী ইলা পাণ্ডের বাড়িতে হামলা হয়েছে এবং আঙুল উঠেছে ফের তৃণমূলের দিকে। অভিযোগ, ভাঙচুর চালানো হয় সিপিএমের জেলা পরিষদের প্রাক্তন সদস্য আনন্দ মালাকাকরের বাড়িতেও। মহসিনের অভিযোগ, পুলিশকে সঙ্গে নিয়ে তৃণমূলের কর্মীরা তাঁদের বাড়িতে প্রায় আধ ঘণ্টা ধরে ভাঙচুর, লুঠপাট চালায়। তিনি বলেন, ‘‘শুধু ভাঙচুর নয়, সঙ্গে থাকা পুলিশও শাসিয়ে গেল, ‘তৃণমূলের হয়ে ভোট না করলে হেরোইন পাচারের মামলায় ফাঁসিয়ে দেব!’’ তাঁর প্রশ্ন, ‘‘এর পরে কার কাছে আর নালিশ জানাব বলতে পারেন!’’

Advertisement

ইলার স্বামী অশোক পাণ্ডে জানান, তাঁরা বাড়ি ফিরে আসার পরেই পুলিশকে সঙ্গে নিয়ে তৃণমূলের বাইক-বাহিনী তাঁদের বাড়িতে তাণ্ডব চালায়। তবে, জেলা পুলিশ সুপার মুকেশ কুমার বলনে, ‘‘ওই ঘটনায় এক জনকে গ্রেফতার করা হয়েছে।’’

শাসক দলের সন্ত্রাসের অভিযোগ করছে বিজেপি-ও। দলের বেলডাঙা ২ ব্লক সভাপতি অরবিন্দ বিশ্বাসের অভিযোগ, ‘‘তৃণমূলের হয়ে আমাদের দলের প্রার্থীদের ভোট প্রচার করতে হবে, না হলেই হামলা হবে বলে হুমকি দেওয়া হচ্ছে।’’ স্থানীয় বিডিও এবং মহকুমাশাসকের কাছে লিখিত অভিযোগ জানানোর পর ওই গ্রামে র‌্যাফ নামানো হয়েছে। মুর্শিদাবাদ জেলা তৃণমূল মুখাপাত্র অশোক দাস বলেছেন, ‘‘সমস্ত অভিযোগই ভিত্তিহীন।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন