Ansarullah Bangla Team

মুম্বই জেলে বন্দি জঙ্গির সঙ্গে কথা? রাজ্যে ধৃত তিন জঙ্গির কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করবে এসটিএফ

বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লা বাংলা টিমের ধৃত জঙ্গিদের সঙ্গে যে অন্যান্য জঙ্গিগোষ্ঠীরও যোগাযোগ ছিল, আগেই তার ইঙ্গিত পেয়েছিলেন তদন্তকারীরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৪৭
Share:

—প্রতীকী চিত্র।

বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লা বাংলা টিমের ধৃত জঙ্গিদের সঙ্গে যে অন্যান্য জঙ্গিগোষ্ঠীরও যোগাযোগ ছিল, আগেই তার ইঙ্গিত পেয়েছিলেন তদন্তকারীরা। তদন্তে কিছু বেশ কিছু কল রেকর্ড এবং ভয়েস মেসেজও উদ্ধার হয়েছে। তা থেকেই তদন্তকারীদের একাংশের অনুমান, মুম্বই জেলে বন্দি এক জঙ্গির সঙ্গেও ধৃতদের কথা হয়েছিল। তা যাচাই করতেই ধৃতদের কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করতে চায় রাজ্য পুলিশের এসটিএফ।

Advertisement

গত ৬ ফেব্রুয়ারী জঙ্গি-যোগে ধৃত আব্বাস আলি, মিনারুল শেখ, শাদ রাডি ও নূর ইসলামকে হেফাজতে নিয়েছিল বেঙ্গল এসটিএফ। বৃহস্পতিবার এই চার জন ছাড়া খাগড়াগড় বিস্ফোরণে সাজাপ্রাপ্ত জেএমবি সদস্য তারিকুল ইসলামকেও আদালতে হাজির করানো হয়েছিল। আদালতে তদন্তকারীদের ধৃতদের তিন জনের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের আবেদন জানান। বহরমপুর আদালতের অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ওই আবেদন মঞ্জুর করেছেন। আগামী সপ্তাহের সোমবার অথবা মঙ্গলবার দু’জন বিশেষজ্ঞের তত্ত্বাবধানে কণ্ঠস্বরের নমুন সংগ্রহ করা হবে।

সরকারি আইনজীবী বিশ্বপতি সরকার বলেন, ‘‘তদন্তের স্বার্থে হয়তো কিছু যোগসূত্র পাওয়া গিয়েছে। আর কী কী তথ্য সামনে আসে, তা জানার জন্যই পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। তিন জন আসামির কণ্ঠস্বরের নমুনার জন্য আবেদন করা হয়েছিল। তা গ্রাহ্য হয়েছে। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে বলা হয়েছে কণ্ঠস্বরের নমুনা নেওয়ার জন্য।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement