Bengal Migrant Worker Murdered

উত্তরপ্রদেশে খুন বাংলার পরিযায়ী শ্রমিক! রেললাইনের পাশ থেকে উদ্ধার দেহ, শরীরে মিলল আঘাতের চিহ্ন

উত্তরপ্রদেশের কানপুরে খুন হলেন বাংলার পরিযায়ী শ্রমিক। মৃতের নাম পথিক হেমব্রম (৩২)। তিনি বীরভূমের পাড়ুই থানার অন্তর্গত কসবা এলাকার দামোদরপুর গ্রামের বাসিন্দা।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ অক্টোবর ২০২৫ ১৯:৩০
Share:

—প্রতীকী চিত্র।

উত্তরপ্রদেশের কানপুরে খুন হলেন বাংলার পরিযায়ী শ্রমিক। মৃতের নাম পথিক হেমব্রম (৩২)। তিনি বীরভূমের পাড়ুই থানার অন্তর্গত কসবা এলাকার দামোদরপুর গ্রামের বাসিন্দা। পরিবারের দাবি কয়েক মাস আগে জীবিকার সন্ধানে তিনি চেন্নাইয়ে যান। সেখানে এক চামড়ার কারখানায় কাজ করতেন। তবে কী ভাবে তিনি কানপুরে গেলেন তা এখনও রহস্য।

Advertisement

পরিবার সূত্রে খবর, উত্তরপ্রদেশের গোবিন্দনগর থানার অদূরে দিল্লি–কানপুর রেললাইনের পাশ থেকে পথিকের দেহ উদ্ধার হয়। শরীরে একাধিক আঘাতের চিহ্ন ছিল। প্রাথমিক ভাবে অনুমান, তাঁকে নির্মম ভাবে পিটিয়ে খুন করা হয়েছে। স্থানীয় সূত্রের দাবি, ঘটনার নেপথ্যে রাজনৈতিক বা জাতিগত বিদ্বেষ থাকলেও থাকতে পারে।

এই ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভ ছড়িয়েছে মৃতের গ্রামে। গ্রামবাসীদের দাবি, দ্রুত দোষীদের গ্রেফতার করে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে। বীরভূম জেলা প্রশাসনের তরফে ইতিমধ্যেই উত্তরপ্রদেশ প্রশাসনের সঙ্গে যোগাযোগের চেষ্টা শুরু হয়েছে বলে জানা গিয়েছে।

Advertisement

পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন উঠছে। বিশেষ করে উত্তরপ্রদেশ, দিল্লি, ও হরিয়ানায় কর্মরত বাঙালি শ্রমিকদের নিয়ে উদ্বেগ বাড়ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement