Mamata Banerjee

BengaliPrimeMinister: ‘বাঙালি প্রধানমন্ত্রী’ হ্যাশট্যাগ-এ মমতার সমর্থনে প্রচার, বিপুল হইচই টুইটারে

তৃণমূলের নেতা-কর্মীদের পাশাপাশি বিজেপি-বিরোধী নেটাগরিকদের বড় অংশও মমতাকে প্রধানমন্ত্রী চেয়ে প্রচারে সামিল হয়েছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০১ জুন ২০২১ ১৬:৫৯
Share:

গ্রাফিক। শৌভিক দেবনাথ।

পরবর্তী লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদী-বিরোধী ‘মুখ’ হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে চেয়ে এ বার প্রচার শুরু হল নেটমাধ্যমে। সোমবার থেকেই টুইটারে ট্রেন্ড হয়েছে, ‘বাঙালি প্রধানমন্ত্রী’ হ্যাশট্যাগ প্রচার।

Advertisement

বিধানসভা ভোটের ফলপ্রকাশের পর থেকেই জাতীয় রাজনীতিতে বিজেপি-র মোকাবিলায় তৃণমূলনেত্রীকে তুলে ধরার পক্ষে নেটমাধ্যমে প্রচার শুরু হয়েছে। তৃণমূলের নেতা-কর্মীদের পাশাপাশি বিজেপি-বিরোধী নেটাগরিকদের বড় অংশ ধীরে ধীরে সেই প্রচারে শামিল হচ্ছেন। আলাপন বন্দ্যোপাধ্যায়কে ঘিরে কেন্দ্র-রাজ্য সঙ্ঘাতের আবহে নেটমাধ্যমে আরও জোরালো হয়েছে সেই প্রচার।

রবিবার থেকেই মমতার ছবি দিয়ে ‘বাঙালি প্রধানমন্ত্রী’ হ্যাশট্যাগে প্রচার শুরু হয়। প্রাক্তন ক্রিকেটার তথা তৃণমূল বিধায়ক মনোজ তিওয়ারি সোমবার ‘বাঙালি প্রধানমন্ত্রী’ হ্যাশট্যাগ দিয়ে টুইট করেন। লেখেন, ‘বাংলা আজ যা ভাবছে, ভারত কাল তা ভাববে’। মোদী এবং অমিত শাহের মডেল ব্যর্থ হয়েছে দাবি করে মনোজ লেখেন, ‘দিদিই আমাদের নেতৃত্ব দেবেন। যে ভাবে উনি উন্নয়নের মডেল বাস্তবায়িত করে বাংলাকে নেতৃত্ব দিচ্ছেন’।

Advertisement

তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য, দলের যুবনেতা দেবাংশু ভট্টাচার্য-সহ অনেকেই যোগ দিয়েছেন এই প্রচারে। উঠে আসছে মমতার পক্ষে নানা মন্তব্যও। কেউ লিখেছেন, ‘২০২৪ সালে দেশের প্রধানমন্ত্রী হিসাবে মমতাই যোগ্য’। কারও মন্তব্য, ‘ভারত বাংলার মেয়েকে চায়’। কেউ বা লিখেছেন, ‘দিদিকে এ বার প্রধানমন্ত্রী চাই’।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন