Bhabanipur Bypoll

Bhabanipur By-Poll: মনোনয়নে ধুনুচি নাচ নেচে কমিশনের কোপে ভবানীপুরের বিজেপি প্রার্থী প্রিয়ঙ্কা

বিজেপি নেত্রী এলগিন রোডের গোলবাড়ি মন্দিরে পুজো দিয়ে ঢাকঢোল পিটিয়ে, ধুনুচি-নাচ নেচে আলিপুরের সার্ভে বিল্ডিংয়ে গিয়ে মনোনয়ন জমা দেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২১ ১৬:১৯
Share:

মনোনয়ন জমা দেওয়ার দিন ধুনুচি নাচ প্রিয়ঙ্কা টিবরেওয়ালের। —নিজস্ব চিত্র।

মনোনয়নে ধুনুচি নাচ নেচে কমিশনের কোপেপড়লেন ভবানীপুরের বিজেপি প্রার্থী প্রিয়ঙ্কা টিবরেওযাল। তাঁর বিরুদ্ধে নির্বাচনী বিধি ভাঙার অভিযোগ উঠেছে। তার জেরে বিজেপি প্রার্থীকে নোটিস দিয়েছেন রিটার্নিং অফিসার। মঙ্গলবার তাঁকে ওই নোটিস দেওয়া হয়েছে। জবাব দেওয়ার জন্য ৪৮ ঘণ্টা সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।

Advertisement

সোমবার মনোনয়নপত্র জমা দেন প্রিয়ঙ্কা। বিজেপি নেত্রী এলগিন রোডের গোলবাড়ি মন্দিরে পুজো দিয়ে ঢাকঢোল পিটিয়ে, ধুনুচি-নাচ নেচে আলিপুরের সার্ভে বিল্ডিংয়ে গিয়ে মনোনয়ন জমা দেন। তা নিয়েই আপত্তি তুলেছে তৃণমূল। নিয়ম অনুযায়ী, প্রার্থীর সঙ্গে ৫০ জনের বেশি মানুষ থাকতে পারবেন না। প্রিয়ঙ্কা সেই বিধি ভেঙেছেন বলে অভিযোগ করা হয়েছে। তার প্রেক্ষিতেই রিটার্নিং অফিসার এই নোটিস জারি করেছেন বলে জানা গিয়েছে।

বিষয়টি নিয়ে প্রিয়ঙ্কার নির্বাচনী এজেন্ট সজল ঘোষ বলেন, ‘‘কমিশন জানতে চেয়েছেন আমরা কোভিড বিধি মেনেছি কি না। আমরা কমিশনকে তার উত্তর দেব। আমরা কোভিড বিধি বজায় রেখেছিলাম। কিন্তু প্রিয়াঙ্কা টিবরেওয়ালকে কেউ আশীর্বাদ করলে বা দেখতে এলে তাতে যে জন সমাগম হয় তার দায় ওঁর নয়।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন