State

উল্টে গেল গাড়ি, বড় দুর্ঘটনা থেকে বাঁচলেন ভারতী ঘোষ

বড়সড় দুর্ঘটনার হাত থেকে বাঁচলেন মেদিনীপুরের পুলিশ সুপার ভারতী ঘোষ। বৃহস্পতিবার সকাল প্রশাসনিক বৈঠকে যোগ দিতে যাচ্ছিলেন ভারতী। ৬০ নম্বর জাতীয় সড়ক দিয়ে তাঁর ১০ গাড়ির বিষ্ণুপুরের দিকে যাচ্ছিল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০১৬ ১২:৪০
Share:

দুর্ঘটনাগ্রস্ত সেই গাড়ি। ছবি: শুভ্র মিত্র।

বড়সড় দুর্ঘটনার হাত থেকে বাঁচলেন মেদিনীপুরের পুলিশ সুপার ভারতী ঘোষ।

Advertisement

বৃহস্পতিবার সকালে প্রশাসনিক বৈঠকে যোগ দিতে যাচ্ছিলেন ভারতী। ৬০ নম্বর জাতীয় সড়ক দিয়ে তাঁর ১০ গাড়ির কনভয় বিষ্ণুপুরের দিকে যাচ্ছিল। বাঁকুড়ার তুর্কি সিতারামপুর মৌজার কাছে তীব্র গতিতে উল্টোদিক থেকে আসা এক মোটরবাইক আরোহীকে বাঁচাতে গিয়ে উল্টে যায় ভারতীর গাড়ি। কনভয়ের পরের গাড়িটি ধাক্কা মারে ভারতীর গাড়িটিতে। গাড়িটির পিছনের কাচ ভেঙে‌ যায়। কলার বোনে চোট পান ভারতী। মাথায় চোট পান তাঁর গাড়ির চালকও।

আহত ভারতীদেবিকে মেদিনীপুরে ফিরিয়ে নিয়ে আসা হয়েছে। চিকিতসকেরা জানিয়েছেন, কলার বোন এবং হাতে চোট রয়েছে তাঁর। তবে চোট গুরুতর নয়। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়নি। পুলিশ লাইনেই রাখা হয়েছে তাঁকে।

Advertisement

আহত চালককে বিষ্ণুপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন:
এত কথা কেন, ধমক খেলেন ভারতী

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement