Bid to 'politicise'

তমোনাশের মৃত্যু নিয়ে সরকারকে আক্রমণ, দিলীপ সমালোচনার মুখে

দিলীপের কথায়, ‘‘কেস আমরা খাচ্ছি, আমরা নাকি মানছি না। অথচ অসুস্থ ওঁরা হচ্ছেন। এ তো বড় বিড়ম্বনা!’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৪ জুন ২০২০ ১৯:৩৩
Share:

গ্রাফিক: তিয়াসা দাস।

শোকের আবহেও রাজনৈতিক লাভ খোঁজার চেষ্টা! রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধে তৃণমূল অন্তত তেমনই অভিযোগ তুলল। তৃণমূল বিধায়ক তমোনাশ ঘোষের মৃত্যুতে প্রমাণ হল যে, তৃণমূলের নেতা-মন্ত্রীরা লকডাউন বা সামাজিক দূরত্ব বিধি মেনে চলেননি— বুধবার এমনই মন্তব্য করলেন দিলীপ। তবে তার প্রেক্ষিতে দিলীপকে আক্রমণ করতে গিয়ে আবার খানিকটা বেলাগাম হলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমও। ‘ছোটলোকামির রাজনীতি’ করছেন রাজ্য বিজেপির সভাপতি, এমনই মন্তব্য করলেন ফিরহাদ।

Advertisement

ফলতার তৃণমূল বিধায়ক তমোনাশ ঘোষ করোনায় আক্রান্ত হয়ে প্রায় এক মাস হাসপাতালে ভর্তি ছিলেন। বুধবার সকালে তাঁর মৃত্যুসংবাদ আসতেই রাজনৈতিক শিবিরে শোকের ছায়া নামে। তবে রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ সে বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেন, ‘‘দুর্ভাগ্যের বিষয়! এক জন বিধায়ক এই সরকারের, তাঁকে এক মাসে বাঁচিয়ে তোলা গেল না! তার মানে এই সরকারের স্বাস্থ্য ব্যবস্থার স্থান খুবই নীচে নেমে গিয়েছে। এক জন ভিআইপির প্রাণও বাঁচানোর ক্ষমতা এঁদের নেই। তা হলে বুঝতে পারছেন, সাধারণ মানুষের অবস্থা কী হচ্ছে!’’

এটুকুতেই থামেননি দিলীপ। রাজ্যের আরও কয়েক জন নেতা-মন্ত্রী যে আক্রান্ত হয়েছেন করোনায়, সে প্রসঙ্গও এ দিন টেনে আনেন দিলীপ ঘোষ এবং বলেন, ‘‘খালি তমোনাশ ঘোষ নন, একাধিক নেতা, মন্ত্রী, বিধায়ক অসুস্থ হচ্ছেন। তার মানে সরকারি পক্ষের নেতা, বিধায়ক, সাংসদ, মন্ত্রীরা কোনও লকডাউন বা সামাজিক দূরত্ব মানছেন না।’’ দিলীপের কথায়, ‘‘কেস আমরা খাচ্ছি, আমরা নাকি মানছি না। অথচ অসুস্থ ওঁরা হচ্ছেন। এ তো বড় বিড়ম্বনা!’’ মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও লকডাউন বা সামাজিক দূরত্ব বিধি মানেননি বলে দিলীপ এ দিন দাবি করেন। তাঁর কথায়, ‘‘মুখ্যমন্ত্রী নিজে মানেননি, বলে দিয়েছিলেন মানার দরকার নেই। তাঁর বাকি নেতা-মন্ত্রী-বিধায়ক-সাংসদরাও মানেননি। তার পরিণামেই অনেকে আজ অসুস্থ।’’ দিলীপ বলেন, ‘‘আমার মনে হয়, সরকার এত দায়িত্বজ্ঞানহীন, তার নিজের লোকেদেরও রক্ষা করতে পারছে না।’’

Advertisement

আরও পড়ুন: ডায়াবিটিসই জীবনযুদ্ধ থামাল তমোনাশের, মনে করছেন চিকিৎসকরা

দিলীপ ঘোষের এই মন্তব্যের সমালোচনা শুরু করে তৃণমূল। রাজ্যের শিক্ষামন্ত্রী তথা তৃণমূল মহাসচিব টুইটারে নিন্দা করেন দিলীপোর মন্তব্যের। রাজ্য বিজেপির সভাপতিকে পার্থর প্রশ্ন, ‘‘দিলীপ ঘোষ, আপনি কি মানসিক ভারসাম্য এবং শ্রদ্ধার বোধ পুরোপুরি হারিয়েছেন?’’ পার্থ লেখেন, ‘‘আমরা আমাদের প্রিয় সহকর্মীকে হারিয়েছি আর আপনি সেই মৃত্যু নিয়ে রাজনীতি করা ছাড়া অন্য কিছু ভাবতে পারছেন না।’’

আরও পড়ুন: রাজ্যের সম্মতি পেলে জুলাই থেকেই শুরু লোকাল ট্রেন

দিলীপের সমালোচনায় পার্থর এই মন্তব্য সৌজন্যের সীমার মধ্যে থাকলেও ফিরহাদ হাকিম কিন্তু সীমা ছাড়িয়ে গিয়েছেন। দিলীপ ঘোষের মন্তব্যের বিরোধিতা করতে গিয়ে রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী তথা কলকাতার পুর প্রশাসক ফিরহাদ বলেন, ‘‘ছোটলোকামির রাজনীতি।’’ ফিরহাদ আরও বলেন, ‘‘যে কোনও মানুষেরই করোনা হতে পারে। যে কোন মানুষ আক্রান্ত হতে পারেন। ব্রিটেনের প্রধানমন্ত্রী পর্যন্ত আক্রান্ত হয়েছিলেন। সুতরাং এই শোকের সময়ে যাঁরা রাজনীতি করেন, এটা তাঁদের অত্যন্ত ছোট মনের পরিচয়। এটা রাজনীতির সময় নয়, পাগলের প্রলাপের উত্তর দেওয়ারও সময় নয়।’’ ফিরহাদের মন্তব্যের প্রথম অংশ নিয়ে সমালোচনা শুরু হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন