Children Rescue

‘একটু দেখবেন, আসছি’! আর ফেরেননি মা, সিজিও কমপ্লেক্সের কাছ থেকে উদ্ধার দুই শিশু

মঙ্গলবার সকাল থেকে ওই এলাকায় বাচ্চা দু’টিকে ঘুরতে দেখেন স্থানীয়েরা। সন্দেহ হওয়ায় তাঁরা খবর দেন পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে শিশু দু’টিকে উদ্ধার করে নিয়ে যায় পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২৫ ১১:১৯
Share:

সিজিও কমপ্লেক্সের কাছ থেকে উদ্ধার দুই শিশু। গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

সল্টলেকের সিজিও কমপ্লেক্সের সামনে থেকে দুই শিশুকে উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল। মঙ্গলবার সকালে বিধাননগর (উত্তর) থানার পুলিশ তাদের নিয়ে যায়। অভিযোগ, রাতে ওই দুই শিশুর মা তাদের ওই এলাকায় রেখে চলে যান। রাত গড়িয়ে সকাল হলেও ওই মহিলার কোনও খোঁজ মেলেনি।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই দুই শিশুর মধ্যে এক জন ছেলে এবং এক জন মেয়ে। বয়স ছয় থেকে আট বছরের মধ্যে। স্থানীয়দের দাবি, প্রায়ই ওই দুই শিশুকে তাদের মায়ের সঙ্গে ওই এলাকায় ঘুরতে দেখা যেত। সোমবার দুপুর থেকেই সিজিও কমপ্লেক্সের সামনে ছিল তারা। সঙ্গে ছিলেন তাদের মা-ও। অভিযোগ, রাতের দিকে ওই মহিলা অন্য এক জনকে বাচ্চা দু’টির দিকে নজর রাখতে বলে কোথাও চলে যান। এই ব্যক্তির দাবি, তার পর আর ফিরে আসেননি ওই মহিলা।

মঙ্গলবার সকাল থেকে ওই এলাকায় বাচ্চা দু’টিকে ঘুরতে দেখেন স্থানীয়েরা। সন্দেহ হওয়ায় তাঁরা খবর দেন পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে শিশু দু’টিকে উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। শুরু হয়েছে তাদের মায়ের সন্ধানও। কেন বাচ্চা দু’টিকে রেখে তিনি চলে গেলেন, তাঁদের পরিবারের আর কেউ আছেন কি না, তা-ও তদন্ত করে দেখছে পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement