বিমানের কটাক্ষ

ধর্মের ভিত্তিতে বিভাজন, সেনা বাহিনীতে নিম্নমানের খাবার, চিটফান্ড থেকে নোটবন্দির বিরুদ্ধে আন্দোলন— সব ক’টি বিষয়ে কেন্দ্র ও রাজ্য সরকারের ভূমিকা নিয়ে কটাক্ষ করলেন সিপিএমের পলিটব্যুরো সদস্য বিমান বসু।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ জানুয়ারি ২০১৭ ০০:৪০
Share:

শ্রদ্ধাজ্ঞাপন। —নিজস্ব চিত্র।

ধর্মের ভিত্তিতে বিভাজন, সেনা বাহিনীতে নিম্নমানের খাবার, চিটফান্ড থেকে নোটবন্দির বিরুদ্ধে আন্দোলন— সব ক’টি বিষয়ে কেন্দ্র ও রাজ্য সরকারের ভূমিকা নিয়ে কটাক্ষ করলেন সিপিএমের পলিটব্যুরো সদস্য বিমান বসু।

Advertisement

রবিবার সিউড়ির সত্যপ্রিয় ভবনে প্রয়াত স্বাধীনতা সংগ্রামী, বিশিষ্ট বাম নেতা শরদীশ রায়ের জন্ম শতবর্ষ পালনের বর্ষব্যাপী কর্মসূচির সূচনা অনুষ্ঠানে এসেছিলেন বিমানবাবু। সেখানেই তিনি প্রয়াত নেতার জীবনাদর্শ নিয়ে বলতে উঠে কেন্দ্র ও রাজ্যের ক্ষমতাসীন সরকারের বর্তমান কর্মকাণ্ড নিয়ে সরব হন। বিমানবাবু বলেন, ‘‘একটা অভিযোগ বারবার ওঠে, সব চিটফান্ড গড়ে উঠেছিল বাম আমলে। তাতে বাম সরকারকে দায়ী হয়তো করা যায়, কিন্তু এক জন বাম নেতার নাম তো করা যাচ্ছে না, যিনি চিটফান্ডকে প্রোমোট করেছেন।’’ তৃণমূলকে বিঁধে বিমানবাবু বলেন, ‘‘ নোট বাতিল নিয়ে আন্দোলন করায় তৃণমূলের বিরুদ্ধে কেন্দ্র সরকার নাকি প্রতিহিংসা দেখাচ্ছে। মানুষের অসুবিধা নিয়ে আমরাও সরব। তবে আমরা সিদ্ধান্ত বাতিল করতে বলিনি। বাতিল করার কথা বলার মধ্য দিয়েই তো বোঝা যাচ্ছে যে কিছু আছে। তাই তৃণমূলের এত চাপ।’’

মেজিয়ার কয়লা খনিতে ধস নেমে শ্রমিকদের মৃত্যু নিয়ে রাজ্য সরকারের উদাসীনতারও সমালোচনা করেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement