মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। —ফাইল চিত্র।
তাদের শুধু বদনাম করা হয়—ব্যবসায়ী সম্মেলনের মঞ্চে এই আক্ষেপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক লিয়োনেল মেসির আচমকা মাঠ ছেড়ে বেরিয়ে যাবার পর যে বিশৃঙ্খলা হয়েছিল, তাতে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে রাজ্য সরকার। সোমবার সপ্তাহের প্রথম দিনেই যুবভারতীর অনুষ্ঠানের সঙ্গে যুক্ত পুলিশ প্রশাসনের আধিকারিকদের শো কজ করার পাশাপাশি মন্ত্রী অরূপ বিশ্বাসকেও দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছেন মমতা। কিন্তু তা সত্ত্বেও সমালোচনা বন্ধ হয়নি। বুধবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কনফেডারেশন অব ওয়েস্ট বেঙ্গল ট্রেড অ্যাসোসিয়েশনের সম্মেলনে যুবভারতীর ঘটনা উল্লেখ না করলেও, আক্ষেপ ধরা পড়ল তাঁর মন্তব্যে। মুখ্যমন্ত্রী বলেন ‘‘আমাদের নামে শুধু বদনাম করা হয়। কিন্তু বহু বঞ্চনার মধ্যেও আমরা ৪০ শতাংশ বেকারত্ব কমিয়েছি।” তিনি আরও বলেন, ‘‘এ তথ্য রাজ্য সরকারের নয়, নীতি আয়োগের রিপোর্টেই উল্লেখ রয়েছে। আমরা বলছি না। ভাল করে দেখে নেবেন।’’
অনুষ্ঠানে উপস্থিত কারও বুঝতে অসুবিধা হয়নি, সম্প্রতি ফুটবলার মেসিকে ঘিরে উন্মাদনার পর উত্তেজিত জনতা যে ভাবে যুবভারতী ক্রীড়াঙ্গনে ভাঙচুর করেছে, তাতে যে সমালোচনা তাকে সহ্য করতে হয়েছে, তা তাঁর স্মরণে রয়েছে। কেন্দ্রের সঙ্গে সিপিএমকে নাম না করে আক্রমণ করেন মমতা। তিনি বলেন, “নোটবন্দি করে দেশের টাকা বাড়েনি। মানুষের হাতে টাকা থাকলেই অর্থনীতি চাঙ্গা হয়।” তিনি আরও জাান, বাম আমলে বছরে কথায় কথায় বন্ধ হত। এই আমলে বন্ধ কালচারের সেই বদনাম ঘুচেছে। মনে করিয়েছেন, ‘‘আমরা আসার আগে ৭৫ লক্ষ কর্মদিবস নষ্ট হয়েছে। এখন একদিনও নষ্ট হয় না বন্ধে। সব বন্ধ করে দিয়েছি।’’
বাণিজ্য বিষয়ক সমস্যা মেটাতে পশ্চিমবঙ্গ ট্রেডার্স ওয়েলফেয়ার বোর্ড গঠন করার ঘোষণা করেন মমতা। এই কমিটিতে সব জেলার চেম্বারকে যুক্ত করার নির্দেশ দেন তিনি। পাশাপাশি প্রশাসনিক সমস্যা মেটাতে জেলার জেলাশাসক এবং পুলিশ সুপারদের রাখতে হবে বলেও নির্দেশ দেন। মমতার নির্দেশ, এই ওয়েলফেয়ার বোর্ড প্রতি মাসে বৈঠক করে শিল্পবাণিজ্য বিষয়ক সমস্যার সমাধান করবে। কারা কমিটিতে থাকবেন, শিল্পমহলের তরফে নাম রাজ্য সরকারকে দিতে বলেছেন মুখ্যমন্ত্রী। মমতা জানান, রাজ্যের ব্যবসাকে আরও এগিয়ে নিয়ে যেতে কলকাতা ও শিলিগুড়িতে ট্রেড অ্যান্ড এক্সপোর্ট সেক্টরের জন্য আলাদা বিজনেস হাব তৈরি করা হবে। আগামী দিনে প্যাকেজিং ও ব্র্যান্ডিংয়ের উপর বিশেষ জোর দেবে সরকার। পাশাপাশি, ব্যবসায়িক সমস্যা দ্রুত মেটাতে আগামী ১৫ দিনের মধ্যে একটি ওয়েলফেয়ার বোর্ড গঠনের নির্দেশ দেন তিনি। সেই বোর্ডে রাজ্যের প্রতিটি জেলার ব্যবসায়িক সংগঠনকে যুক্ত করার কথাও জানান মুখ্যমন্ত্রী।