গণপ্রহার-কাণ্ডে মুখ্যমন্ত্রীর আশ্বাস

মঙ্গলবার বিরোধী দলনেতা আব্দুল মান্নান ও বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী বিধানসভায় মুখ্যমন্ত্রীর ঘরে গিয়ে বিষয়টি নিয়ে কথা বলেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১০ জুলাই ২০১৯ ০১:১৯
Share:

—ফাইল চিত্র।

বৈষ্ণবনগরে গণপিটুনিতে নিহত যুবকের স্ত্রীকে চাকরি দেওয়ার চেষ্টা হচ্ছে বলে বিরোধী নেতাদের আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement

বাম ও কংগ্রেস বিধায়কদের যৌথ পরিষদীয় দল গত শনিবার বৈষ্ণবনগরে নিহত সানাউল শেখের বাড়িতে গিয়েছিল। মালদহ জেলার বিধায়কদের নিয়ে মঙ্গলবার বিরোধী দলনেতা আব্দুল মান্নান ও বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী বিধানসভায় মুখ্যমন্ত্রীর ঘরে গিয়ে বিষয়টি নিয়ে কথা বলেন। মুখ্যমন্ত্রী তাঁদের বলেন, যুবকের স্ত্রীকে কোনও সরকারি প্রকল্পে কাজ দেওয়ার চেষ্টা হচ্ছে। মান্নান, সুজনবাবুরা অবশ্য অভিযুক্তদের চিহ্নিত করে কড়া শাস্তিরও দাবি জানিয়েছেন। বিজেপির পরিষদীয় দলের সমন্বয়ের ভারপ্রাপ্ত নেতা জয়প্রকাশ মজুমদারও এ দিন দেখা করেন মান্নানের সঙ্গে। তৃণমূল ছেড়ে বিজেপিতে নাম লেখানো বিধায়কদের কী ভাবে দলত্যাগ-বিরোধী আইন থেকে আড়াল করা যায়, তা নিয়ে বিরোধী দলনেতার সঙ্গে জয়প্রকাশের কথা হয়েছে বলে সূত্রের খবর।

এবার শুধু খবর পড়া নয়, খবর দেখাও।সাবস্ক্রাইব করুনআমাদেরYouTube Channel - এ।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন