আইসার উপর হামলার অভিযোগ

বালিতে জেএনইউয়ের ছাত্র আন্দোলনের সংহতিতে আইসার সভা চলাকালীন সেখানে বিজেপি এবং সঙ্ঘের ‘দুষ্কৃতী’রা হামলা চালায়। তাতে আহত হন আইসার রাজ্য সম্পাদক স্বর্ণেন্দু মিত্র-সহ কয়েক জন ছাত্র।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২০ নভেম্বর ২০১৯ ০৪:২৮
Share:

আহত ছাত্র। —নিজস্ব চিত্র।

সিপিআই (এমএল) লিবারেশনের ছাত্র সংগঠন আইসার সদস্যদের উপর হামলার অভিযোগ উঠল বিজেপি-আরএসএসের বিরুদ্ধে। লিবারেশনের রাজ্য সম্পাদক পার্থ ঘোষের অভিযোগ, মঙ্গলবার হাওড়ার বালিতে জেএনইউয়ের ছাত্র আন্দোলনের সংহতিতে আইসার সভা চলাকালীন সেখানে বিজেপি এবং সঙ্ঘের ‘দুষ্কৃতী’রা হামলা চালায়। তাতে আহত হন আইসার রাজ্য সম্পাদক স্বর্ণেন্দু মিত্র-সহ কয়েক জন ছাত্র। এক ছাত্রের মুখে গুরুতর আঘাত লাগে। বালি থানায় অভিযোগ দায়ের করে ১২ ঘণ্টার মধ্যে দোষীদের গ্রেফতারের দাবি জানিয়েছে লিবারেশন। এ বিষয়ে রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক এবং হাওড়ার দায়িত্বপ্রাপ্ত নেতা সায়ন্তন বসুর প্রতিক্রিয়া, ‘‘আমি ঘটনাটা জানি না। খোঁজ নেব। তবে আমরা মনে করি, সব ছাত্র সংগঠনেরই সব জায়গায় গণতান্ত্রিক কর্মসূচি করার অধিকার আছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন