West Bengal Recruitment Case

শিক্ষক, শিক্ষাকর্মীদের পাশে থাকার আশ্বাস

অবস্থানকারীরা বিজেপি নেতাদের কাছে তাঁদের সমস্যাগুলি প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির কাছে তুলে ধরার আর্জি জানান। বিজেপি নেতারা তাঁদের আর্জি নিয়ে বিরোধী দলনেতার সঙ্গে কথা বলার আশ্বাস দিয়েছেন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ মে ২০২৫ ০৬:৪৭
Share:

—ফাইল চিত্র।

নিয়োগ-দুর্নীতির জেরে বিপাকে পড়া শিক্ষক ও গ্রুপ সি, গ্রুপ ডি শিক্ষাকর্মীদের পাশে থাকার বার্তা দিল বিজেপি। বিধাননগরে স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) দফতরের কাছে অবস্থানরত চাকরিপ্রার্থীদের একাংশ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আমন্ত্রণ জানিয়েছিলেন।

বিরোধী দলনেতার প্রতিনিধি হিসেবে মঙ্গলবার সেখানে গিয়েছিলেন বিজেপির পুর-প্রতিনিধি সজল ঘোষ ও আইনজীবী-নেতা কৌস্তভ বাগচী। অবস্থানকারীরা বিজেপি নেতাদের কাছে তাঁদের সমস্যাগুলি প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির কাছে তুলে ধরার আর্জি জানান। বিজেপি নেতারা তাঁদের আর্জি নিয়ে বিরোধী দলনেতার সঙ্গে কথা বলার আশ্বাস দিয়েছেন। সেই সঙ্গে তাঁদের লড়াইয়ে পাশে থাকারও আশ্বাস দিয়েছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন