BJP

BJP: আনন্দবাজার অনলাইন লিখতেই টনক নড়ল, রাজীবের নাম রাতেই মুছেই দিল বিজেপি

গত বিধানসভা নির্বাচনের আগে জোড়াফুল শিবির ছেড়ে হাতে পদ্ম তুলে নিলেও রাজ্যের প্রাক্তন মন্ত্রী রাজীব ফিরে এসেছেন তাঁর পুরনো দলে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৬ মে ২০২২ ২৩:৫৯
Share:

ফাইল চিত্র।

নিজেদের ওয়েবসাইট থেকে অধুনা তৃণমূল নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়ের নাম অবশেষে মুছে দিল বিজেপি। বৃহস্পতিবার বিকেলে আনন্দবাজার অনলাইনে একটি প্রতিবেদন প্রকাশিত হওয়ার পরেই টনক নড়ল পদ্মশিবিরের। ওই প্রতিবেদনটি প্রকাশিত হওয়ার কয়েক ঘণ্টার ব্যবধানে রাতেই দেখা গেল, রাজীবের নাম গায়েব!

Advertisement

গত বিধানসভা নির্বাচনের আগে জোড়াফুল শিবির ছেড়ে হাতে পদ্ম তুলে নিলেও রাজ্যের প্রাক্তন মন্ত্রী রাজীব ফিরে এসেছেন তাঁর পুরনো দলে। তবে সেই ঘটনার পর প্রায় সাত মাস কেটে গেলেও পদ্মশিবিরের ওয়েবসাইটে রাজীব বিরাজ করছিলেন। বিজেপির জাতীয় কর্মসমিতির সদস্য হিসাবে তাঁর নাম জ্বলজ্বল করছিল পদ্মশিবিরের ওয়েবসাইটে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টা নাগাদ প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। কাকতালীয় ভাবে বৃহস্পতিবার রাতেই ওই ওয়েবসাইটে রাজীবের নাম খুঁজে পাওয়া যায়নি।

Advertisement

বিজেপির এই ওয়েবসাইট থেকে মোছা হয়েছে রাজীবের নাম।

ডোমজুড়ের প্রাক্তন তৃণমূল বিধায়ক রাজীব বিজেপিতে যোগদান করেন গত বছরের ৩০ জানুয়ারি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পাঠানো চার্টার্ড বিমানে দিল্লিতে শাহের বাসভবনে গিয়ে বিজেপির পতাকা হাতে তুলে নেন তিনি। তবে বিজেপির টিকিটেও ডোমজুড়ের বিধায়ক হওয়ার স্বপ্ন অধরাই থেকে যায়। এর পর কয়েক মাসের ব্যবধানে তৃণমূলে প্রত্যাবর্তন ঘটে রাজীবের। ৩১ অক্টোবর ত্রিপুরার আগরতলায় একটি অনুষ্ঠানে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে জোড়াফুল শিবিরের পতাকা তুলে নিয়েছিলেন রাজীব। তা সত্ত্বেও বিজেপির ওয়েবসাইটে পদ্মশিবিরের সদস্য হিসাবে তাঁর নাম দেখা যাচ্ছিল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন