Dengue

ডেঙ্গি-কাণ্ড নিয়ে পথেই বিরোধীরা

ডেঙ্গি মোকাবিলায় রাজ্য সরকারের ব্যর্থতার প্রতিবাদে সোমবারও বেহালা ট্রামডিপো, আনোয়ার শাহ রোড, গিরিশ পার্ক-সহ রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষোভ দেখায় বিজেপি। দু’দিন আগে শনিবার একই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের খাস তালুক হাজরা মোড়ে বিক্ষোভ দেখিয়েছিল বিজেপি-র যুব মোর্চা।

Advertisement
শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০১৭ ০৪:০৪
Share:

ডেঙ্গি নিয়ে রাজ্য সরকারের উপর চাপ ক্রমশই বাড়াচ্ছে বিরোধীরা।

Advertisement

ডেঙ্গি মোকাবিলায় রাজ্য সরকারের ব্যর্থতার প্রতিবাদে সোমবারও বেহালা ট্রামডিপো, আনোয়ার শাহ রোড, গিরিশ পার্ক-সহ রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষোভ দেখায় বিজেপি। দু’দিন আগে শনিবার একই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের খাস তালুক হাজরা মোড়ে বিক্ষোভ দেখিয়েছিল বিজেপি-র যুব মোর্চা। তার কয়েক দিন আগে সল্টলেকে স্বাস্থ্য ভবন অভিযানও করেছিল বিজেপি। বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এ দিন গাইঘাটায় একটি কর্মসূচির ফাঁকে বলেন, ‘‘ডেঙ্গিতে মৃত্যুর ঘটনা চেপে দেওয়ার চেষ্টা হচ্ছে। যার ফলে মানুষ আরও ভয়ের মধ্যে রয়েছেন। সরকারি হাসপাতালে সুস্থ হওয়ার আগেই রোগীদের ছেড়ে দেওয়া হচ্ছে। রাজ্যে সুপার স্পেশ্যালিটি হাসপাতালগুলো দাঁড়িয়ে আছে সাদা-নীল রং করে। সেখানে ডাক্তার নেই। পরিষেবা নেই। মানুষ সেখানে ঢোকেন সামনে দিয়ে আর বেরোন পিছনের দরজা দিয়ে মৃত অবস্থায়।’’

পাশাপাশি, বামেরা ডেঙ্গির চিকিৎসায় প্রয়োজনীয় রক্তের জোগান দিতে বেশ কিছু দিন ধরে পাড়ায় পাড়ায় রক্তদান শিবির এবং জঞ্জাল সাফাই করছে। এ দিনও তারা সেই কর্মসূচি বজায় রেখেছে। ডেঙ্গি নিয়ন্ত্রণে কলকাতা পুরসভার ব্যর্থতার প্রতিবাদে আগামী বৃহস্পতিবার ওই পুরসভায় অভিযানও করবে তারা। কংগ্রেস অবশ্য দিনই কলকাতা পুরসভার সামনে বিক্ষোভ দেখিয়েছে। রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি জানাতে বৃহস্পতিবার রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর সঙ্গে দেখা করবে তারা। পর দিন শুক্রবার ডেঙ্গি-কাণ্ডের প্রতিবাদে মিছিলের কর্মসূচি রয়েছে তাদের।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement