দলীয় কর্মসূচিতে টাকি এবং হিঙ্গলগঞ্জের সুন্দরবন লাগোয়া হেমনগরে গিয়ে বৃহস্পতিবার বিক্ষোভের মুখে পড়লেন রাজ্য বিজেপি-র সম্পাদক দেবশ্রী চৌধুরী এবং জেলা পর্যবেক্ষক সমীরণ সাহা। প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছে বসিরহাটের বিজেপি নেতাদের একাংশের বিরুদ্ধে। তারই জেরে এ দিন বিক্ষোভকারীরা দেবশ্রী, সমীরণদের ঘিরে টাকা ফেরতের এবং তাঁদের গ্রেফতারের দাবি জানান। এ দিন সকালে টাকিতে বিক্ষোভের পর পরিস্থিতি স্বাভাবিক হলে দেবশ্রীরা নির্ধারিত রাজনৈতিক কর্মসূচি সবই সারেন। কিন্তু বিকেলে হেমনগর গেস্ট হাউসে পৌঁছনোর পর নতুন গোলমালের মুখে পড়েন তাঁরা। গেস্ট হাউসের দরজায় তালা ঝুলিয়ে ভিতরে ঢুকে যেতে হয় তাঁদের। শেষে পুলিশের উপস্থিতিতে শুক্রবার সকাল ১০টা নাগাদ হেমনগর থানায় গিয়ে টাকার বিষয়ে আলোচনার প্রতিশ্রুতি দিলে বিক্ষোভকারীরা চলে যায়। দেবশ্রীর অবশ্য দাবি, ‘‘তৃণমূলের গুন্ডারা পুলিশ-প্রশাসনের মদতে আমাদের সঙ্গে অভব্য আচরণ করেছে। এটা গণতন্ত্রের লজ্জা। মুখ্যমন্ত্রী এখনই তাঁর দলের ওই গুন্ডাদের নিরস্ত করুন!’’