পাড়ুইয়ে রূপা

ঘটনা পাঁচ মাস আগের। অবশেষে সাত্তোরের বধূ নির্যাতন-কাণ্ডে মুখোমুখি হলেন দু’পক্ষ। শুক্রবার জেলা পুলিশের বিভাগীয় তদন্তে বয়ান দিলেন পাড়ুইয়ের নির্যাতিতা বধূ। জেলা পুলিশের এক কর্তার ঘরে তখন তাঁরই সামনে উপস্থিত ঘটনায় অন্যতম অভিযুক্ত ওসি স্পেশাল অপারেশন্স গ্রুপ কার্তিকমোহন ঘোষ।

Advertisement
শেষ আপডেট: ২০ জুন ২০১৫ ০২:২২
Share:

—নিজস্ব চিত্র।

ঘটনা পাঁচ মাস আগের। অবশেষে সাত্তোরের বধূ নির্যাতন-কাণ্ডে মুখোমুখি হলেন দু’পক্ষ। শুক্রবার জেলা পুলিশের বিভাগীয় তদন্তে বয়ান দিলেন পাড়ুইয়ের নির্যাতিতা বধূ। জেলা পুলিশের এক কর্তার ঘরে তখন তাঁরই সামনে উপস্থিত ঘটনায় অন্যতম অভিযুক্ত ওসি স্পেশাল অপারেশন্স গ্রুপ কার্তিকমোহন ঘোষ। এ দিন তাঁর এবং দুই অভিযুক্তেরও বয়ান নথিভুক্ত করে পুলিশ। তার পরে ঘর থেকে বেরিয়ে আসেন কার্তিকবাবু। বাইরে তখন নির্যাতিতা বধূর অপেক্ষায় বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement