Pradhan Mantri Aawas Yojna

আবাস দুর্নীতিতে যুক্তদের নামে এফআইআর হবে, শুভেন্দু, সুকান্তকে জানালেন মোদীর মন্ত্রী

আবাস যোজনায় দুর্নীতি নিয়ে যখন রাজ্য রাজনীতি উত্তপ্ত তখন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিংহের কাছে বিস্তারিত অভিযোগ জানালেন সুকান্ত মজুমদার ও শুভেন্দু অধিকারী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০২২ ১৯:০৩
Share:

বিস্তারিত অভিযোগ জানিয়েছেন শুভেন্দু ও সুকান্ত। —ফাইল চিত্র।

প্রধানমন্ত্রী আবাস যোজনায় অনেক পাকা বাড়ির মালিককেও গৃহহীন দেখানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই সেই অভিযোগ নিয়ে রাজ্য রাজনীতি উত্তাল। এরই মধ্যে এই দুর্নীতি নিয়ে নতুন করে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিংহের কাছে অভিযোগ জানাল বিজেপি। মঙ্গলবার দিল্লিতে মন্ত্রীর সঙ্গে দেখা করেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এর পরে সুকান্ত বলেন, ‘‘কী ভাবে তৃণমূলের নির্দেশে দুর্নীতি হয়েছে তা আমরা মন্ত্রীকে জানিয়েছি। সব শুনে তিনি জানিয়েছেন, এই দুর্নীতিতে যুক্ত সরকারি অফিসার, কর্মীদের বিরুদ্ধেও এফআইআর করা হবে।’’

Advertisement

আবাস যোজনায় বাড়ি নির্মাণে দুর্নীতির অভিযোগ তুলে সরগরম বাংলার বিভিন্ন জেলা। শুধু বিজেপি নয়, একই অভিযোগ তুলেছে সিপিএম। দুই দলেরই দাবি, আবাস যোজনার তালিকায় প্রকৃত প্রাপকদের নাম নেই। তার বদলে পাকা বাড়ি রয়েছে এমন তৃণমূল নেতা এবং তাঁদের আত্মীয়দের নাম আছে। এ নিয়ে গিরিরাজকে লিখিত ভাবেও কিছু তথ্য সুকান্তরা তুলে দিয়েছেন বলে জানা গিয়েছে। একই সঙ্গে মঙ্গলবার গিরিরাজের সঙ্গে ১০০ দিনের কাজের টাকা নিয়েও আলোচনা হয়। এই প্রসঙ্গে সুকান্ত বলেন, ‘‘আমরা চাই ওই প্রকল্পে যাঁরা কাজ করেছেন তাঁরা যেন প্রাপ্য টাকা পেয়ে যান। কেন্দ্রের কাছে আমাদের দাবি, রাজ্য সরকারের টাকা হিসাব না পাওয়া পর্যন্ত আটকে রাখা হলেও শ্রমিকদের প্রাপ্য দিয়ে দেওয়া হোক।’’ বিজেপি সূত্রে জানা গিয়েছে, এই প্রকল্প নিয়ে কেন্দ্র যাতে আরও তদন্ত করে সেই দাবি জানিয়েছেন শুভেন্দু। একই সঙ্গে আধার সংযোগ হয়নি এমন জব কার্ডের মাধ্যমে কারা কেন্দ্রীয় প্রকল্পের টাকা পেয়েছেন তার তদন্তেরও দাবি জানিয়েছেন।

গিরিরাজের সঙ্গে সাক্ষাতের পাশাপাশি মঙ্গলবার সংসদ ভবনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গেও দেখা করেন শুভেন্দু। সেখানে অবশ্য সুকান্ত ছিলেন না। শাহ-শুভেন্দু বৈঠকে কী কী বিষয়ে কথা হয়েছে তা জানা না গেলেও বিরোধী দলনেতা টুইট করে জানিয়েছেন, প্রায় ৩০ মিনিট ধরে বাংলার বিভিন্ন বিষয় নিয়ে তিনি কথা বলেছেন। তবে বিজেপি খবর, এই দিন শাহের হাতে একটি পুস্তিকা তুলে দিয়েছেন শুভেন্দু। তাতে তাঁর বিরুদ্ধে রাজ্যের কোথায় কোন মামলা চলছে তার বিবরণ রয়েছে। যদিও শুভেন্দু এই বিষয়ে আনুষ্ঠানিক ভাবে কিছু জানাননি। ওই পুস্তিকা পেয়ে শাহ কী বলেছেন তা-ও জানা যায়নি।

Advertisement

প্রসঙ্গত সোমবারই দিল্লিতে যান শুভেন্দু। রাতে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বাঁকুড়ার সাংসদ সুভাষ সরকারের বাড়িতে সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডার উপস্থিতিতে বিজেপির সংসদীয় বৈঠক ছিল। তাতে শুভেন্দু এবং রাজ্যের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতারাও উপস্থিত ছিলেন। সেই বৈঠকে নড্ডার কাছেও বাংলার রাজনৈতিক পরিস্থিতি উল্লেখ করতে গিয়ে বিভিন্ন মামলার প্রসঙ্গ তুলেছিলেন বলে জানা যায়। ওই বৈঠকে হাজির এক নেতা জানান, শুধু নিজের নয়, বাংলায় বিজেপির অন্যান্য নেতা ও কর্মীদের বিরুদ্ধেও যে সব মামলা চলছে তার লড়াইয়ে কেন্দ্রীয় নেতৃত্বের সহায়তার দাবি জানান শুভেন্দু। সোমে নড্ডা এবং মঙ্গলে শাহের সঙ্গে বৈঠকের মাঝে মঙ্গলবার সংসদ ভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও দেখা হয় শুভেন্দুর। যদিও মোদীর সঙ্গে বৈঠক বা সাক্ষাৎ পূর্বনির্ধারিত ছিল না। এক বিজেপি সাংসদ জানিয়েছেন, হঠাৎই মোদীর মুখোমুখি হয়ে যান শুভেন্দু। তবে কুশল বিনিময় ছাড়া কোনও কথা হয়নি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন