Bratya Bose Controversial Comment on Indian Army

বিধানসভায় ভারতীয় সেনা নিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর মন্তব্যের প্রতিবাদে দমদমে প্রতিবাদ সভা করবেন বিরোধী দলনেতা শুভেন্দু

ভারতীয় সেনাবাহিনীর বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু— এই অভিযোগে চলতি মাসেই দমদম বিধানসভা এলাকায় একটি বড়সড় মিছিল এবং প্রতিবাদ সভার আয়োজন করতে চলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৫ ১৪:৪৫
Share:

(বাঁ দিকে) শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (ডান দিকে)। —ফাইল চিত্র।

বিধানসভার বিশেষ অধিবেশনে ভারতীয় সেনাবাহিনীর বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু— এই অভিযোগে চলতি মাসেই দমদম বিধানসভা এলাকায় একটি বড়সড় মিছিল এবং প্রতিবাদ সভার আয়োজন করতে চলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিজেপি পরিষদীয় দল সূত্রে খবর, ব্রাত্যের বিধানসভা কেন্দ্রের ভোটারদের কাছে তাঁর ‘বেফাঁস’ মন্তব্য পৌঁছে দিতে চান নন্দীগ্রামের বিধায়ক। চলতি মাসেই বাঙালির শ্রেষ্ঠ পার্বণ শারদোৎসব। সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময় থেকেই উৎসবের ধুম পড়ে যাবে বাংলা জুড়ে। তাই তার আগেই এ বিষয়ে প্রতিবাদ সভা করে দমদমের ভোটারদের কাছে পৌঁছোতে চান শুভেন্দু।

Advertisement

প্রসঙ্গত, মঙ্গলবার বিধানসভার বিশেষ অধিবেশনে বাংলা ও বাঙালি সম্প্রদায়ের উপর বিজেপিশাসিত রাজ্যের আক্রমণের ঘটনার প্রতিবাদে প্রস্তাব এনে আলোচনা হচ্ছিল। সেই আলোচনাপর্বে শিক্ষামন্ত্রী বলেন, ‘‘মাননীয়া মুখ্যমন্ত্রী সেখানে গিয়েছিলেন, যেখানে আমাদের ভাষা আন্দোলন, আমাদের রাজনৈতিক আন্দোলনের মঞ্চ সেনাবাহিনী ভেঙে দিল। ভেঙে প্রায় ছাউনি সেখান থেকে তুলে দিল।’’ তিনি আরও বলেন, ‘‘তখন আমার ১৯৭১ সালের ২৫ মার্চের কথা মনে পড়ছিল স্যর, যখন বাংলাদেশের ঢাকা শহরে স্বাধীন দেশে মধ্যরাতে সেনাবাহিনী ঢুকে গুলি করে মানুষ মারতে শুরু করল। নেতৃত্বে ছিল তৎকালীন পাক সেনা।’’ ব্রাত্যের এমন মন্তব্যের প্রতিবাদ জানিয়ে অধিবেশনে সরব হন বিরোধী দলনেতা-সহ বিজেপি বিধায়কেরা। এর পরেই বিরোধী দলনেতাকে তাঁর আচরণের জন্য অধিবেশনের জন্য নিলম্বিত করেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।

অধিবেশন ছেড়ে বেরিয়ে গেলেও বিষয়টি হাতছাড়া করতে চাননি শুভেন্দু। বরং শিক্ষামন্ত্রীর বলা ওই কথার রেকর্ডিং সমাজমাধ্যমে ভাইরাল করতে শুরু করেন বিজেপি নেতৃত্ব। বৃহস্পতিবার বিধানসভার বিশেষ অধিবেশন শেষ হয়ে গিয়েছে। তার পরেও এই বিষয়টি নিয়ে থামতে নারাজ বিজেপি পরিষদীয় দল। তাই আগামী কয়েক দিনের মধ্যেই দমদম এলাকায় বিজেপি বিধায়কদের নিয়ে ব্রাত্যের মন্তব্যের প্রতিবাদ জানিয়ে মিছিল করার পাশাপাশি সভা করবেন বিরোধী দলনেতা। বিজেপি বিধায়কের কথায়, ‘‘রাজ্যের শিক্ষামন্ত্রী দেশের সেনাবাহিনীকে অপমান করছেন। আমরা এই বার্তাটি দমদমের প্রতিটি ভোটারের কাছে পৌঁছে দিতে চাই, যাতে তাঁরা ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন।’’ ব্রাত্যের মন্তব্যের বিরুদ্ধে দমদম-সহ রাজ্য জুড়ে প্রতিবাদ আন্দোলন সংঘটিত করার পক্ষপাতী বিজেপি নেতৃত্বের একাংশ। আপাতত দমদম থেকেই ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে পাকিস্তানি সেনাবাহিনীর তুলনা টেনে শিক্ষামন্ত্রী যে মন্তব্য করেছেন, তার বিরুদ্ধে সোচ্চার হয়েই বিজেপি বিধায়কেরা তৃণমূলকে ধাক্কা দিতে চান।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement