Panchayat Election 2023

ভোটগণনার মাঝদুপুরেই হতাশার ছায়া পদ্মশিবিরে, উত্তরেও পরাজয়ের ইঙ্গিত মেলায় চুপ রাজ্য নেতারা

রাজ্যের অন্যত্র যাই হোক না কেন উত্তরবঙ্গে বিজেপি ভাল ফল করবে বলে আশা করেছিল বিজেপি। কিন্তু দুপুর পর্যন্ত গ্রাম পঞ্চায়েতের যা ফলাফল তাতে আর আশা করার মতো পরিস্থিতি নেই বলেই মনে করছে বিজেপি।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১১ জুলাই ২০২৩ ১৪:৫৮
Share:

দুপুর থেকেই আশাহত বিজেপি। — ফাইল চিত্র।

মনোনয়ন পর্বে সন্ত্রাসের অভিযোগ ছিল। প্রচার পর্ব থেকে ভোটগ্রহণের দিনও একই ভাবে সন্ত্রাসের অভিযোগ তুলেছে বিজেপি। তবে তারই মধ্যে কয়েকটি জায়গার ভোটে ভাল ফলের আশা ছিল রাজ্য বিজেপির। তার মধ্যে সবচেয়ে উত্তরবঙ্গের উপরে ভরসা ছিল। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলায় গ্রাম পঞ্চায়েতের প্রাথমিক ফল দেখেই জেলা পরিষদ দখলের আশা আর রাখতে চাইছেন না বিজেপি নেতারা।

Advertisement

দুপুর ২টো পর্যন্ত যা ফল তাতে আলিপুরদুয়ারে তৃণমূল যেখানে গ্রাম পঞ্চায়েতের ১৭০ আসনে জিতেছে সেখানে বিজেপির জয় মাত্র ৪২টিতে। কোচবিহার সেই সংখ্যাটা যথাক্রমে ১৮৭ এবং ৪৭ আর জলপাইগুড়িতে ৭৪ ও ২৫। এই তিন জেলা নিয়েই বিজেপি সবচেয়ে বেশি আশায় ছিল। এর পরে দুই দিনাজপুর নিয়েও বিজেপি ভাল ফলের আশায় ছিল। কিন্তু দেখা গিয়েছে এই দুই জেলাতেও বিজেপি তৃণমূলের চেয়ে অনেক পিছিয়ে। সবচেয়ে খারাপ অবস্থা উত্তর দিনাজপুরে। দুপুর ২টো পর্যন্ত তৃণমূল জিতেছে ৩০৯টি আসন। আর বিজেপি ১০টি। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের জেলা দক্ষিণ দিনাজপুরে তৃণমূল ৬৬ আর বিজেপি ২৯।

উত্তরের আর এক জেলায় বিজেপির কিছুটা ভাল ফল হতে পারে বলে আশা করেছিল গেরুয়া শিবির। সেখানে গ্রাম পঞ্চায়েতের ১৭৩ আসনে জয়ী তৃণমূল। সেখানে বিজেপির জয় মাত্র ৫৭ আসনে।

Advertisement

উত্তরের এমন ফল নিয়ে আপাতত মুখ খুলছেন না বিজেপির শীর্ষনেতারা। তবে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে আত্মসমালোচনা। এক নেতার বক্তব্য, ‘‘আমাদের সংগঠন যে কতটা দুর্বল তার প্রমাণ পাওয়া গেল পঞ্চায়েত নির্বাচনে। তৃণমূলের সন্ত্রাস, পুলিশের অসহযোগিতা যে থাকবে তা তো আগে থেকেই জানা ছিল। কিন্তু তা মোকাবিলার মতো সংগঠন খাতায়কলমে থাকলেও বাস্তবে ছিল না।’’ বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্যে মঙ্গলবারও অভিযোগ করেছেন যে জেলায় জেলায় গণনায় কারচুপি চলছে, বিজেপির এজেন্টদের উপরে অত্যাচার হচ্ছে। তবে রাজ্য বিজেপির একাংশই বলছেন, উত্তরের যে সব জায়াগায় বিজেপি গত লোকসভায় জিতেছে, বিধানসভায় তুলনামূলক ভাবে ভাল ফল করেছে, সেখানে গ্রাম পঞ্চায়েতে এত খারাপ ফল আশাই করা যায় না।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন