পুলিশ বর্তমানে প্রভাব বাড়াতে প্রাক্তনই অস্ত্র বিজেপি-র

এ দিন কলকাতা এবং রাজ্য পুলিশের অবসরপ্রাপ্ত আধিকারিকদের একটি ফোরাম তৈরি হয়। ঠিক হয়েছে, ওই ফোরাম রাজনৈতিক চাপ থেকে বেরনোর সাংবিধানিক উপায়গুলি কর্মরত পুলিশ আধিকারিকদের বোঝাবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১২ মার্চ ২০১৮ ০৩:৩৩
Share:

রাজ্যের কর্মরত পুলিশ বাহিনীর স্বাভিমান জাগাতে অবসরপ্রাপ্ত পুলিশ আধিকারিকদের ময়দানে নামাচ্ছে বিজেপি। কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার দীনেশ বাজপেয়ী, প্রাক্তন আইপিএস দেবকুমার মুখোপাধ্যায়-সহ ৪২ জন অবসরপ্রাপ্ত পুলিশকর্তার সঙ্গে রবিবার ধর্মতলার একটি অভিজাত হোটেলে বৈঠক করেন বিজেপি-র কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিংহ, রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু। সেখানে আলোচনা হয়— পুলিশ বাহিনীর মর্যাদা নষ্ট করছে রাজ্য সরকার। তাদের একটা বড় অংশ চাকরি বাঁচাতে শাসক তৃণমূলের প্রতি পক্ষপাত দেখাতে বাধ্য হচ্ছে। কর্তব্যরত পুলিশকর্মীদের তৃণমূলের হাতে মারও খেতে হচ্ছে। বৈঠকে সিদ্ধান্ত হয়— এই অবস্থা থেকে পুলিশ বাহিনীর মুক্তির রাস্তা খুঁজতে সাহায্য করবেন দীনেশ-দেবকুমাররা।

Advertisement

ওই বৈঠকে এ দিন কলকাতা এবং রাজ্য পুলিশের অবসরপ্রাপ্ত আধিকারিকদের একটি ফোরাম তৈরি হয়। ঠিক হয়েছে, ওই ফোরাম রাজনৈতিক চাপ থেকে বেরনোর সাংবিধানিক উপায়গুলি কর্মরত পুলিশ আধিকারিকদের বোঝাবে। পাশাপাশি, চিকিৎসার সুযোগ এবং পেনশন বৃদ্ধি-সহ বেশ কিছু দাবি কেন্দ্রীয় সরকারের কাছে পৌঁছে দেওয়ার মাধ্যম হিসাবেও কাজ করবে ওই ফোরাম।

রাহুলবাবু ওই বৈঠকে বলেন, গরু, বালি এবং কয়লা পাচারকারীদের মোকাবিলায় বড়সড় অভিযানে নামছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। সুতরাং, অবসরপ্রাপ্ত পুলিশ আধিকারিকদের উচিত এ বিষয়ে তাঁদের কাছে যা তথ্য আছে, সব কেন্দ্রকে দেওয়া।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন