BJP

পকেটে ‘চিনা’ ফোন, বিজেপিতে অস্বস্তি 

বীরভূমের বিজেপি নেতাদের কেউ কেউ ফোন বাতিলের কথা ভেবেছেন।

Advertisement

দয়াল সেনগুপ্ত

সিউড়ি শেষ আপডেট: ১৯ জুন ২০২০ ০৬:১১
Share:

প্রতীকী ছবি।

না পারছেন ফেলতে, না- পারছেন গিলতে!

Advertisement

চিনা পণ্য বয়কটের ডাক দিয়েছে বিজেপি। তাতেই ফাঁপরে বিজেপির বীরভূমের অনেক নেতা। কারণ, পকেটে তাঁদের চিনা ব্র্যান্ডের মোবাইল! অস্বস্তি বেড়েছে, চিনা হানায় নিহতদের মধ্যে বীরভূমেরই জওয়ান রাজেশ ওরাং থাকায়।

লাদাখে ভারত-চিন সংঘর্ষের প্রতিবাদে বুধবারই কলকাতায় চিনে তৈরি পণ্য বয়কটের ডাক দেওয়া হয় বিজেপির বিক্ষোভ সমাবেশ থেকে। বীরভূমে অবশ্য দেখা যাচ্ছে একাধিক নেতা ব্যবহার করেন চিনা স্মার্টফোন। তাই এই পরিস্থিতিতে তাঁরা কী করবেন তা নিয়ে গুঞ্জন চলছে দলেই। বিজেপি সূত্রে খবর, নিচু তলার নেতা-কর্মীরা তো বটেই, দলের জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডল, সাধারণ সম্পাদক অতনু চট্টোপাধ্যায়, বিশ্বজিৎ কর্মকার থেকে শুরু করে আইটি সেলের অধিকাংশ কর্মী চিনা ফোন ব্যবহার করছেন। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের অবশ্য দাবি, ‘‘দল আনুষ্ঠানিক ভাবে চিনা পণ্য বয়কটের ডাক দেয়নি। সাধারণ মানুষই ওই ডাক দিচ্ছেন, রাস্তায় নামছেন।’’

Advertisement

বীরভূমের বিজেপি নেতাদের কেউ কেউ ফোন বাতিলের কথা ভেবেছেন। দুবরাজপুরের লিগাল সেলের সভাপতি স্বরূপ আচার্য যেমন বলছেন, ‘‘আমার ফোন যে চিনের তৈরি, কেনার সময় জানতাম না। ওই মোবাইল আর ব্যবহার না-করার সিদ্ধান্ত নিয়েছি।’’ তবে দলের নিচু তলার অনেক কর্মীই এই সিদ্ধান্ত নিতে পারছেন না। তাঁদের কথায়, ‘‘ফোন কেনা মানে মোটা অঙ্কের টাকার ধাক্কা। তাই ইচ্ছে থাকলেও এখনই ফোন বদলানো সম্ভব নয়।’’ তা ছাড়া বিজেপি নেতা-কর্মী-সহ দেশের প্রায় প্রতিটি মানুষের বাড়িতে চিনা পণ্য রয়েছে। চিনা মোবাইল ও তাতে চিনা অ্যাপও রয়েছে। সেগুলিও কি ধ্বংস করা উচিত? দিলীপবাবুর দাবি, ‘‘এটা অবাস্তব। তা হলে তো দেশের অর্ধেক মানুষের বাড়ির জিনিস নষ্ট করে দিতে হয়। আমরা চাই, আর কেউ নতুন করে যেন চিনা পণ্য না- কেনেন। এখান থেকেই প্রধানমন্ত্রীর বলা আত্মনির্ভর ভারত গড়ার প্রক্রিয়া শুরু হবে।’’ শ্যামাপদ, অতনুও বলছেন, ‘‘ইচ্ছে থাকলেই দুম করে কোনও কোনও জিনিস বাদ দেওয়া যায় না। সেই তালিকায় স্মার্টফোন পড়ে। তবে খুব দ্রুত সেটা বদলাব।’’

তৃণমূলের জেলা সহ-সভাপতি অভিজিৎ সিংহের টিপ্পনী, ‘‘বিজেপির কথায় আর কাজে বড্ড অমিল। বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারই তো দেশের যাবতীয় বড় প্রকল্প চিনের সংস্থাকে বরাত দিয়ে রেখেছে। শুধু জেনে বা না-জেনে কেনা মোবাইল বদল করে কী লাভ হবে?’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন