শুভেন্দু অধিকারী (বাঁ দিকে) এবং সুকান্ত মজুমদার (ডান দিকে)। —ফাইল চিত্র।
রাজ্য বিজেপি আগেই ঠিক করেছিল ৯ জানুয়ারি রাজ্য স্তরের নির্বাচন পরিচালনা কমিটি তৈরি হয়ে যাবে। দল সে কাজ করেও ফেলেছে। ১০১ জন সদস্যের কমিটি গড়ে ফেলেছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। মঙ্গলবার সেই কমিটির সদস্যদের নিয়ে দিনভর বৈঠকও চলে নিউ টাউনের একটি হোটেলে। তবে দিনের শেষে সেই কমিটি ঘোষণা হল না।
আগে বলা সত্ত্বেও কেন কমিটি ঘোষণা হল না? বিজেপি সূত্রে জানা গিয়েছে, কমিটির শীর্ষে সুকান্তের নাম থাকলেও তিনি ভোট পরিচালনার প্রধান দায়িত্বে থাকছেন না। কারণ, রাজ্য সভাপতি হিসাবে তাঁকে গোটা রাজ্যেই সময় দিতে হবে। তা ছাড়া তিনি এ বারও বালুরঘাট আসন থেকে লড়াই করবেন। বিজেপি সাধারণ ভাবে রাজ্য সভাপতিকে নির্বাচন পরিচালন কমিটির মাথায় রাখে না। দল ওই কমিটির জন্য এক জন আহ্বায়ক ঠিক করে। তিনিই প্রধান হন কমিটির। একই সঙ্গে একাধিক সহ-আহ্বায়ক রাখা হয়। বিজেপি সূত্রে জানা গিয়েছে, ১০১ জনের কমিটি তৈরি হয়ে গেলেও তার সর্বসম্মত আহ্বায়ক এখনও বাছা যায়নি। সহ-আহ্বায়কদের নামও ঠিক হয়নি। তবে সেটা ঠিক হয়ে গেলেও এ বার রাজ্য বিজেপি আনুষ্ঠানিক ভাবে ভোট কমিটি ঘোষণা না-ও করতে পারে।
তবে মঙ্গলবারের বৈঠকে অনেক বিষয়ে আলোচনার পাশাপাশি ৬টি গুরুত্বপূর্ণ তারিখ ঠিক করেছে রাজ্য বিজেপি নেতৃত্ব। প্রথমেই সিদ্ধান্ত হয়েছে, রাজ্য স্তরের নির্বাচন পরিচালন কমিটির পরে প্রতিটি লোকসভা স্তরেও হবে একই রকম কমিটি। সেগুলি শেষ করতে হবে আগামী ১৬ জানুয়ারির মধ্যে। এর পরে বিধানসভা ধরে ধরে এলাকাভিত্তিক কমিটি গঠন করতে হবে ২০ জানুয়ারির মধ্যে।
এ ছাড়াও কর্মসূচি হিসাবে রাজ্য বিজেপির কাছে চারটি গুরুত্বপূর্ণ দিন রয়েছে জানুয়ারি মাসে। একটি রামমন্দির উদ্বোধনের দিন ২২ জানুয়ারি। সে দিন সব নেতা, কর্মীকে নিজের এলাকার কোনও মন্দিরে পুজো দিতে হবে। এ ছাড়া লোকসভা নির্বাচনের আগে জনসংযোগ বৃদ্ধি করতে ১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দ এবং ২৩ জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন পালন করতে হবে রাজ্যের সর্বত্র। আগামী ১৪ জানুয়ারি মকর সংক্রান্তির দিন সেবামূলক কর্মসূচি নিতে হবে। এই দিনটি ঘটা করে পালন করে আরএসএস। নির্বাচনের আগে বিজেপি ও সঙ্ঘ পরিবার যে হেতু তাল মিলিয়ে চলতে চায় তাই বিজেপিও এ বার মকর সংক্রান্তি পালন করবে। আরও একটা দিনকে এ বার গুরুত্ব দিয়ে পালনের সিদ্ধান্ত হয়েছে। জানুয়ারি মাসের শেষ রবিবার। ২৮ জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মন কি বাত’ অনুষ্ঠান এ বার বুথ স্তরে শোনার কর্মসূচি নিতে চায় রাজ্য বিজেপি। দলের এক নেতার কথা অনুযায়ী, রাজ্যে কত বুথে দল সংগঠন তৈরি করতে পেরেছে সেটা স্পষ্ট হয়ে যাবে ওই দিনে। এর পরে নির্বাচনের আগে বুথ-সংগঠন নিয়ে পরিকল্পনায় সহায়তা করবে ওই তথ্য।