দিলীপের কেন্দ্র থেকে তৃণমূলে যোগ

তাঁর এলাকার কেউ এ দিন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেননি বলে দিলীপবাবু দাবি করেছেন

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ সেপ্টেম্বর ২০১৮ ০৪:০৫
Share:

দিলীপ ঘোষ। —ফাইল চিত্র।

খোদ বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বিধানসভা কেন্দ্র থেকে একদল বিজেপি কর্মী তৃণমূলে যোগ দিলেন। যোগ দিয়েছেন সেখানকারই কয়েক জন সিপিএম এবং কংগ্রেস কর্মী।

Advertisement

শুক্রবার তৃণমূল ভবনে ওই কর্মীদের আনু্ষ্ঠানিক যোগদানের পরে রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, ‘‘খড়্গপুরের বিধায়ক দিলীপ ঘোষ বেশিরভাগ সময়েই অসংলগ্ন কথাবার্তা বলতে অভ্যস্ত। ওঁর এলাকার মানুষই আমাদের দলে চলে এলেন। আর যাতে উনি বিধানসভায় ফিরে আসতে না পারেন, সে জন্যই এই মানুষগুলি তৃণমূলে চলে এলেন।’’

যদিও তাঁর এলাকার কেউ এ দিন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেননি বলে দিলীপবাবু দাবি করেছেন। তাঁর কথায়, ‘‘ওঁরা কেউ বিজেপি করতেন না। আমি চ্যালেঞ্জ করছি, বিজেপির দু’জনকে তৃণমূলে নিয়ে দেখান! আমি এক মাসের মধ্যে ওদের ২০০ জনকে বিজেপিতে যোগদান করিয়ে দেব।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement