Attack on TMC leader

তৃণমূল নেতাকে গুলি! কোচবিহারে বিজেপি বিধায়কের ছেলে এবং তাঁর গাড়িচালক গ্রেফতার

কোচবিহারে তৃণমূল নেতা তথা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষকে গুলি রাজু দে-কে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় গ্রেফতার বিজেপি বিধায়ক সুকুমার রায়ের ছেলে দীপঙ্কর রায় এবং তাঁর গাড়িচালক উত্তম গুপ্ত।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ জুলাই ২০২৫ ১৮:৫৩
Share:

—ফাইল চিত্র।

কোচবিহারে তৃণমূল নেতা তথা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষকে গুলি রাজু দে-কে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় গ্রেফতার বিজেপি বিধায়ক সুকুমার রায়ের ছেলে দীপঙ্কর রায় এবং তাঁর গাড়িচালক উত্তম গুপ্ত।

Advertisement

কোচবিহারের পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য বলেন, ‘‘গতকাল রাতের এই গুলি-হামলার পর সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে একটি গাড়ি আটক করা হয়েছে এবং পুলিশ দু’জনকে গ্রেফতার করেছে। এই ঘটনার সঙ্গে যুক্ত আরও দু’জন রয়েছে। পুলিশ তাদের খোঁজ চালাচ্ছে। দীপঙ্কর রায় এবং উত্তম গুপ্ত নামে দু’জনকে গ্রেফতার করা হয়েছে। হামলায় ব্যবহারকারী আগ্নেয়াস্ত্রটির খোঁজ চালাচ্ছে পুলিশ।’’

বিধায়ক সুকুমার বলেন, ‘‘আমার ছোট ছেলে আমার সঙ্গে মাঝেমধ্যে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে যায়। সেই কারণে তৃণমূলের লোকেরা আমার ছেলেকে টার্গেট করে ফাঁসিয়েছে। সম্পূর্ণ রাজনৈতিক চক্রান্ত এটি।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement