Suvendu Adhikari

Suvendu Adhikari: বার বার শুভেন্দুর কনভয়ে দুর্ঘটনা, কেন্দ্রীয় সংস্থা দিয়ে তদন্ত চান বিজেপি বিধায়করা

বিজেপি পরিষদীয় দলের দাবি, বার বার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ে দুর্ঘটনার কেন্দ্রীয় সংস্থা দিয়ে নিরপেক্ষ তদন্ত প্রয়োজন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৩ অগস্ট ২০২২ ২০:০৭
Share:

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ফাইল চিত্র

এই নিয়ে তৃতীয় বার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ে দুর্ঘটনা ঘটল। সোমবার পূর্ব মেদিনীপুর জেলার বেতালিয়ার মারিশদায় ১১৬বি জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে পড়ে শুভেন্দুর কনভয়ের গাড়ি। উল্টো দিক থেকে আসা একটি লরির সঙ্গে ধাক্কা লাগে। এর আগেও পূর্ব মেদিনীপুর ও কলকাতায় তাঁর কনভয়ে দুর্ঘটনা ঘটেছে। বার বার এই ধরনের ঘটনাকে কাকতালীয় বলতে নারাজ বিজেপি পরিষদীয় দলের সদস্যরা। আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল বলেন, ‘‘বার বার কী ভাবে এই ঘটনা ঘটছে, তা-ও আবার বিরোধী দলনেতার কনভয়ে? আমরা এই ঘটনায় নিরপেক্ষ সংস্থাকে দিয়ে তদন্তের দাবি করছি। কারণ বার বার একই ভাবে দুর্ঘটনা ঘটায় আমরা চিন্তিত।’’

Advertisement

কোচবিহার জেলার নাটাবাড়ির বিজেপি বিধায়ক মিহির গোস্বামী বলেন, ‘‘একটি রাজ্যে বার বার বিরোধী দলনেতার কনভয় দুর্ঘটনাগ্রস্ত হচ্ছে। আর রাজ্য সরকারের কোনও হেলদোল নেই। এই সরকারের উপর আমাদের কোনও আস্থা নেই। তাই আমরা চাইছি, কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে এই সব ঘটনার তদন্ত করা হোক। তা হলেই প্রকৃত সত্য উদ্ঘাটিত হবে।’’

তবে নিজের কনভয়ে দুর্ঘটনা নিয়ে কোনও তদন্তের দাবি করেননি বিরোধী দলনেতা শুভেন্দু। তিনি বলেন, ‘‘আমার নিজের বলার কিছু নেই। অন্য কোনও গাড়ি দিয়ে অ্যাক্সিডেন্ট হচ্ছে না। বার বার ট্রাক দিয়েই দুর্ঘটনা হচ্ছে। আর ট্রাকের মালিকগুলো সব তৃণমূলের পান্ডা বেরুচ্ছে। এই বিষয়ে তদন্ত হলেই সব বেরিয়ে যাবে। তবে আমি নিজেকে নিয়ে ভাবিত নই। একটা সিস্টেমের বিরুদ্ধে মানসিক দৃঢ়তা নিয়ে লড়াই করছি। সব রকম প্রস্তুতিই আমি রেখেছি।’’

Advertisement

প্রসঙ্গত, ১ জুলাই প্রথম বার পূর্ব মেদিনীপুরের মরিশদায় শুভেন্দুর কনভয়ে দুর্ঘটনা ঘটে। দ্বিতীয় বার ১১ জুলাই কলকাতার কালিকাপুরে তাঁর কনভয় দুর্ঘটনাগ্রস্ত হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন