রাজ্যের নাম বদলে আপত্তি বিজেপির

পশ্চিমবঙ্গের নাম পরিবর্তনের সরকারি সিদ্ধান্তের প্রতিবাদ জানাতে নামছে বিজেপি। মহাজাতি সদনে বুধবার প্রদেশ পরিষদের সম্মেলনে দলের সহকারী সাধারণ সম্পাদক সুব্রত চট্টোপাধ্যায় জানান, আগামী ১৬ অগস্ট তাঁরা ‘পশ্চিমবঙ্গ’ বাঁচাও দিবস পালন করবেন। কেন?

Advertisement
শেষ আপডেট: ০৪ অগস্ট ২০১৬ ০৪:১৪
Share:

পশ্চিমবঙ্গের নাম পরিবর্তনের সরকারি সিদ্ধান্তের প্রতিবাদ জানাতে নামছে বিজেপি। মহাজাতি সদনে বুধবার প্রদেশ পরিষদের সম্মেলনে দলের সহকারী সাধারণ সম্পাদক সুব্রত চট্টোপাধ্যায় জানান, আগামী ১৬ অগস্ট তাঁরা ‘পশ্চিমবঙ্গ’ বাঁচাও দিবস পালন করবেন। কেন? বিজেপি-র সর্বভারতীয় সম্পাদক রাহুল সিংহর বক্তব্য, দেশভাগের ফলশ্রুতিতে পশ্চিমবঙ্গের জন্ম হয়েছিল। জনসঙ্ঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের চেষ্টাতেই পশ্চিমবঙ্গের ভারতভুক্তি সম্ভব হয়েছিল। রাজ্যের নাম বদলের মধ্য দিয়ে সেই ইতিহাস ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। পরে সুব্রতবাবু সরকারকে কটাক্ষ করে বলেন, ‘‘বর্ণানুক্রমে রাজ্যের নামকে আগে রাখতে হলে তো আবার বঙ্গ দিতে হত! তা হলে একেবারে প্রথমেই এ রাজ্যের নাম আসত। আসলে পশ্চিমবঙ্গ নামটা মুছে দিয়ে জাতীয়তাবাদের ইতিহাস, কোটি কোটি দাঙ্গা-বিধ্বস্ত মানুষের কান্নার স্মৃতি ভুলিয়ে দিতে চাইছেন দিদি। এর প্রতিবাদ, প্রতিরোধ হওয়া দরকার।’’ বস্তুত, বিজেপি ইদানীং সমাজে মেরুকরণ তীব্র করে এ রাজ্যে এগোনোর কৌশল নিয়েছে। সেই দৃষ্টিভঙ্গি থেকেই ‘বঙ্গ’ বিরোধিতার পথ নিয়েছে তারা।

Advertisement

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন