ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
ব্যস্ত রাস্তার এক দিক থেকে অন্য দিকে খুব ধীরে ধীরে এসইউভি চালিয়ে নিয়ে যাচ্ছিলেন গাড়ির চালক। পাশ দিয়ে একটি ট্রাক আসতে দেখে গাড়ির চালক সতর্ক হয়ে পড়েন। কিন্তু ট্রাকটি সেই গাড়়িটিকে অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত এসইউভির উপর উল্টে পড়ে যায়। তুষবোঝাই ট্রাকের তলায় দুমড়ে-মুচড়ে যায় গাড়িটি। ঘটনাস্থলেই গাড়ির চালক নিহত হন। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘দ্য নালন্দা ইনডেক্স’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, ব্যস্ত রাস্তা দিয়ে একটি তুষবোঝাই ট্রাক যাচ্ছিল। সেই সময় রাস্তার অন্য দিকে যাওয়ার চেষ্টা করছিলেন এসইউভির চালক। দূর থেকে ট্রাকটিকে আসতে দেখে এসইউভির চালক সতর্ক হয়ে যান। কিন্তু গাড়িটির পাশ দিয়ে যাওয়ার সময় কোনও ভাবে রাস্তার ডিভাইডারের উপর সামনের চাকা উঠে যায় ট্রাকটির। নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত এসইউভির উপর উল্টে পড়ে যায় তুষবোঝাই ট্রাকটি। ট্রাকের চাপে দুমড়ে-মুচড়ে যায় গাড়িটি। ঘটনাস্থলেই মারা যান গাড়ির চালক।
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, এই ঘটনাটি রবিবার বিকেলে উত্তরপ্রদেশের রামপুর-নৈনিতাল সড়কপথে ঘটেছে। তদন্তে নেমে পুলিশ জানতে পারে যে, গাড়িটি বিদ্যুৎ বিভাগের এক উচ্চপদস্থ কর্তার। দুর্ঘটনার সময় সেই কর্তা গাড়িতে ছিলেন না। তাঁকে দফতরে নামিয়ে ফিরছিলেন এসইউভির চালক। ফেরার পথে এই দুর্ঘটনায় প্রাণ হারিয়ে ফেলেন তিনি। ট্রাকটি কী ভাবে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে তা তদন্তে নেমে খতিয়ে দেখছে উত্তরপ্রদেশ পুলিশ।