Viral Video

‘ধুরন্ধর’-এর গানে মঞ্চে নাচ রোবটের, আইআইটি বম্বের ভিডিয়ো ভাইরাল হতে প্রশংসার ছড়াছড়ি

আইআইটি বম্বের এক প্রযুক্তি উৎসবের প্রদর্শনীতে এমন একটি রোবট আনা হয়েছিল যেটি গানটির সঙ্গে তাল মিলিয়ে নাচ করতে পারে। মঞ্চে নাচ করতেও দেখা গেল তাকে। তা-ও আবার ‘ধুরন্ধর’ ছবির ‘এফ৯এলএ’ গানটির সঙ্গে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০২৫ ১৪:৩৮
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

কোনও নৃত্যশিল্পী অথবা তারকা নন। মঞ্চে ‘ধুরন্ধর’ নাচ দেখাচ্ছে রোবট। গানের সঙ্গে তাল মিলিয়ে পোজ় অনুকরণ করে একই রকম ভাবে নাচ করছে রোবটটি। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘ইনফর্মড.ইন’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, একটি রোবট মঞ্চে নাচ করতে ব্যস্ত। তা-ও আবার ‘ধুরন্ধর’ ছবির ‘এফ৯এলএ’ গানটির সঙ্গে। এই ঘটনাটি আইআইটি বম্বের এক প্রযুক্তি উৎসবে (টেকফেস্ট) ঘটেছে। সেখানকার প্রদর্শনীতে এমন একটি রোবট আনা হয়েছিল যেটি গানের সঙ্গে তাল মিলিয়ে নাচ করতে পারে। তা দেখে অভিভূত হয়ে গিয়েছেন নেটপাড়ার একাংশ।

চলতি বছরে প্রেক্ষাগৃহে মুক্তিপ্রাপ্ত ‘ধুরন্ধর’ ছবিটি বক্সঅফিস যেমন কাঁপিয়েছে, ঠিক তেমনই ছবির গানগুলি শ্রোতাদের মনও জয় করে নিয়েছে। ছবির ‘এফ৯এলএ’ গানটির দৃশ্যে অভিনয় করতে দেখা গিয়েছে বলি অভিনেতা অক্ষয় খন্নাকে। সেই প্রসঙ্গ তুলে এক নেটাগরিক মজা করে লিখেছেন, ‘‘এ বার অক্ষয় খন্নার সঙ্গে নাচে পাল্লা দেওয়ার মতো এক জন যোগ্য প্রতিযোগীকে খুঁজে পাওয়া গেল।’’ আবার এক নেটাগরিকের কথায়, ‘‘প্রতি মুহূর্তে প্রযুক্তির ব্যবহার দেখে সত্যিই মুগ্ধ হয়ে যাচ্ছি। রোবটও নাকি নাচ করছে!’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement