ভিত্তি যখন বুথ, পদ্মের ভবিষ্যৎ তখন সংশয়ে

অমিত শাহ চলতি বছরে দু’বার রাজ্য সফরে এসেছেন। এক বার এপ্রিল মাসে, তার পর সেপ্টেম্বরে। দু’বারই তিনি বুথ স্তরের সংগঠন শক্তিশালী করার উপরে জোর দিয়ে গিয়েছেন।

Advertisement

রোশনী মুখোপাধ্যায়

কলকাতা শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০১৭ ০৩:৫৬
Share:

ছবি: সংগৃহীত।

বাংলা নিয়ে বিজেপি সভাপতি অমিত শাহের আশা কিঞ্চিত বেশিই ছিল। ‘প্রতি বুথ-দশ ইয়ুথ’ যে বাংলায় হচ্ছেই তা ভেবে বসেছিলেন তিনি। তাই বুথে বুথে ভোটার তালিকার এক একটি পাতার জনা তিরিশ ভোটারের জন্য এক জন করে কর্মীকে খোঁজার নির্দেশ দিয়ে গিয়েছিলেন অমিতভাই। লক্ষ্য ছিল, বাংলাতেও গুজরাত মডেলের প্রয়োগ। কিন্তু বালাই ষাট! সব বুথে পৌঁছনো তো দূরের কথা, বঙ্গ বিজেপি গড়ে ৬০% এর বেশি বুথে কমিটি গঠনই করতে পারেনি। এ খবর বিজেপি সূত্রেই পাওয়া। যদিও বিজেপি সরকারি ভাবে দাবি করেছে, অনেকটাই হয়ে গিয়েছে। সভাপতির পরবর্তী কলকাতা সফরের আগে বাকিটাও হয়ে যাবে।

Advertisement

অমিত শাহ চলতি বছরে দু’বার রাজ্য সফরে এসেছেন। এক বার এপ্রিল মাসে, তার পর সেপ্টেম্বরে। দু’বারই তিনি বুথ স্তরের সংগঠন শক্তিশালী করার উপরে জোর দিয়ে গিয়েছেন। এ বিষয়ে এপ্রিলে অমিতের দিয়ে যাওয়া কাজ সেপ্টেম্বরেও শেষ করতে না পেরে তাঁর কাছে ভর্ৎসিত হয়েছিলেন রাজ্য নেতারা। তার ফলে দুর্গাপুজোর পর থেকে বুথ কমিটি তৈরির ব্যাপারে কিঞ্চিৎ তৎপরতা দেখা গিয়েছে রাজ্য বিজেপি-তে। কিন্তু তা বলার মতো নয়। হিসেবে গোঁজামিল ঠেকাতে বুথ সভাপতির ছবি-সহ নাম-ঠিকানা দলীয় দফতরে জমা দিতেও বলেছিলেন তিনি।

আরও পড়ুন: এক টাকায় সদস্যপদ বেচতে চায় তৃণমূল

Advertisement

ওই সময়সীমা পার হয়ে যাওয়ার এক মাস পরেও রাজ্যের সব বুথে কমিটি গড়তে পারেনি রাজ্য বিজেপি। দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘‘পুরো হিসেব এখনও নেওয়া হয়নি। তবে আনুমানিক গড় হিসেব ৮০-৮৫% বুথে আমরা কমিটি গড়ে ফেলেছি।’’ ১০০% বুথে কমিটি গড়তে আর কত দিন লাগবে? দিলীপবাবুর জবাব, ‘‘১০০% তো হবে না! মুর্শিদাবাদ,মালদহ, উত্তর দিনাজপুর, বসিরহাটের মতো সংখ্যালঘু অধ্যুষিত জেলায় সব বুথে কমিটি গড়া মুশকিল। তবে ৯০-৯৫% বুথে কমিটি হয়ে যাবে ৩১ ডিসেম্বরের মধ্যেই। ২০১৮ সালে নতুন ঝকঝকে বিজেপি বুথে বুথে কর্মী নিয়ে আন্দোলনে ঝাঁপাবে।’’

দলীয় সূত্রের খবর, বিজেপির বুথ কমিটি গড়ার কাজ ভাল এগিয়েছে উত্তরবঙ্গে। আলিপুরদুয়ারে প্রায় ৭৬%, কোচবিহারে প্রায় ৭৯%, জলপাইগুড়িতে ৭০%, বালুরঘাটে প্রায় ৭৫% বুথ কমিটি হয়েছে। মাটিগাড়া, নকশালবাড়ি, ফাঁসিদেওয়া, চোপড়া মিলিয়ে ৯৬১টি বুথের মধ্যে ৬১২টি বুথ কমিটি হয়েছে। তবে মালদহ উত্তর এবং দক্ষিণে বুথ কমিটি হয়েছে যথাক্রমে ৪২% এবং ৫৪%। রাঢ় বঙ্গে বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, বর্ধমান, পূর্ব বর্ধমান, বিষ্ণুপুর মিলিয়ে প্রায় ১৮ হাজার বুথের মধ্যে ১৪ হাজার বুথে কমিটি করতে পেরেছে বিজেপি। অমিতের সেপ্টেম্বরের সফরের আগে সংখ্যাটা ছিল হাজার ১০। পাশাপাশি, হাওড়া, উলুবেড়িয়া, শ্রীরামপুর, ঘাটাল, হুগলি, আরামবাগ, মেদিনীপুর, তমলুক, কাঁথি এবং ঝাড়গ্রামে সাড়ে ১৭ হাজার বুথের মধ্যে ৬০%-এ কমিটি হয়েছে। কলকাতা
ও উত্তর-দক্ষিণ ২৪ পরগনায় ৭৫% বুথ কমিটি গড়া হয়েছে। তবে নদিয়া, মুর্শিদাবাদ ও বসিরহাটে বুথ কমিটির সংখ্যায় সন্তুষ্ট নন রাজ্য নেতৃত্ব।

পরিস্থিতি যা তাতে বুথকে ভিত্তি ধরে ভবিষ্যতের ভিত রচনায় তেমন আশা দেখছেন না রাজ্য নেতারা। তাঁদের একাংশ বরং তৃণমূল বিরোধী হাওয়া আর বিরোধী দল হিসেবে বিজেপির বিকল্প হয়ে ওঠার উপরই জোর দিচ্ছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন