BJP

সন্দেশখালির পর আমতা, বিজেপি কর্মীর দেহ উদ্ধার, অভিযুক্ত তৃণমূল

মৃতের পরিবারের দাবি, বিজেপি করতেন বলেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা সমতুলকে মেরে ফেলেছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১০ জুন ২০১৯ ২১:৪৪
Share:

ফের এক বিজেপি কর্মীর দেহ উদ্ধার। ছবি: বিজেপির টুইটার হ্যান্ডল থেকে সংগৃহীত।

লোকসভা ভোটের পর রাজ্য জুড়ে রাজনৈতিক হিংসা অব্যাহত। তার মধ্যেই এ বার হাওড়ার আমতায় খুন হলেন এক বিজেপি কর্মী। ‘জয় শ্রী রাম’ বলায় তাঁকে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাঁকে খুন করেছে বলে অভিযোগ বিজেপির। যদিও সেই অভিযোগ উড়িয়ে দিয়েছে শাসকদল।

Advertisement

নিহত ওই বিজেপি কর্মীর নাম সমতুল দলুই। আমতার চানুলিয়া গ্রামের বাসিন্দা তিনি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার দুপুরে একটি মাঠ থেকে ওই ব্যক্তির দেহ উদ্ধার হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় আমতা থানার পুলিশ। নিহতর পরিবারের লোক দেহ তুলে নিয়ে যেতে বাধা দিলে, ঘটনাস্থলে এসে পৌঁছয় ‌র‌্যাফও। তার পরই দেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয়। অস্বাভাবিক মৃত্যুর ঘটনা হিসাবে বিষয়টির তদন্ত শুরু হয়েছে।

মৃতের পরিবারের দাবি, বিজেপি করতেন বলেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা সমতুলকে মেরে ফেলেছে। সিবিআই তদন্তেরও দাবি তোলেন তাঁরা। পরে বিজেপির তরফে দাবি করা হয়, শুধুমাত্র জয় শ্রী রাম বলায় ওই কর্মীকে খুন করা হয়েছে। বাংলা থেকে তৃণমূল সরকারকে উপড়ে ফেলে দেওয়া হবে বলেও দলের তরফে জানানো হয়।

Advertisement

আরও পড়ুন: সন্দেশখালিতে রোহিঙ্গা যোগ, বললেন মুকুল, মুখ্যমন্ত্রীর উস্কানিতেই হিংসা, অভিযোগ রাহুলের​

তবে তৃণমূল নেতৃত্ব যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন। এই ঘটনার সঙ্গে তাঁদের কোনও যোগ নেই বলে জানিয়েছেন।

এবার শুধু খবর পড়া নয়, খবর দেখাও। সাবস্ক্রাইব করুন আমাদের YouTube Channel - এ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন