State News

পুরভোট লড়তে কমিটি বিজেপির

সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) সমর্থনে ১৬ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত বাড়ি বাড়ি ঘুরে প্রচারের কর্মসূচি নিয়েছে বিজেপি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৯ জানুয়ারি ২০২০ ০১:১০
Share:

ছবি: সংগৃহীত।

পুরভোটের প্রস্তুতি নিতে ভোট পরিচালনা কমিটি গঠন করছে রাজ্য বিজেপি। দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে মঙ্গলবার সাধারণ সম্পাদকদের বৈঠকে ওই সিদ্ধান্ত হয়েছে। তবে পুরভোটের প্রার্থী বাছাইয়ের দায়িত্ব থাকবে রাজ্য দলের স্থায়ী নির্বাচন কমিটির উপরে। প্রত্যেক পুরসভার সম্ভাব্য প্রার্থীদের নাম রাজ্য নেতৃত্বের কাছে পাঠাবেন সংশ্লিষ্ট জেলা নেতৃত্ব। তা থেকে চূড়ান্ত প্রার্থী তালিকা তৈরি করবে স্থায়ী নির্বাচন কমিটি। সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) সমর্থনে ১৬ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত বাড়ি বাড়ি ঘুরে প্রচারের কর্মসূচি নিয়েছে বিজেপি। বৈঠকে এ দিন আরও সিদ্ধান্ত হয়েছে, ওই প্রচারের মেয়াদ ১৫ দিন বাড়ানো হবে। সিএএ-র সমর্থনে ‘অভিনন্দন যাত্রা’ও ৩১ জানুয়ারির বদলে ১১ ফেব্রুয়ারি অবধি চলবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন